নায়ক: নিজের দ্বিতীয় গোলের পর উল্লাস হালান্ডের। ছবি: রয়টার্স।
ইংলিশ প্রিমিয়ার লিগে আবার শুরু হয়ে গিয়েছে আর্লিং হালান্ডের গোলের ঝড়।
গত শনিবার ইপসউইচ সিটির বিরুদ্ধে করেছিলেন প্রথম হ্যাটট্রিক। এ দিনও ছবিটা বদলাল না। অ্যাওয়ে ম্যাচে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ঝলসে উঠলেন নরওয়ে তারকা। ম্যাঞ্চেস্টার সিটি ৩-১ গোলে জিতে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে উঠে এল টেবলের শীর্ষে।
ম্যাচের ১০ মিনিটে প্রথম গোল হালান্ডের। ১৯ মিনিটে রুবেন ডায়াসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। ৩০ এবং ৮৩ মিনিটে জোড়া গোল করে হালান্ড চলতি ইপিএলে নিজের দু’নম্বর হ্যাটট্রিক করে ফেলেন।
ইপিএলের তৃতীয় ম্যাচেই আটকে গেল মিকেল আর্তেতার আর্সেনাল। শনিবার ঘরের মাঠে এগিয়ে থেকেও জয় হাতছাড়া করে আর্সেনাল। আরও স্পষ্ট ভাবে বললে, ৪৯ মিনিটে লাল কার্ড (জোড়া হলুদ) দেখে ডেক্লাই রাইস মাঠ ছাড়ার পরেই আর্সেনালের ছন্দ নষ্ট হয়ে যায়।
৩৮ মিনিটে বুকায়ো সাকার বাড়ানো বল ধরে গোল করেন জার্মান তারকা কাই হাভার্ৎজ়। কিন্তু ৪৯ মিনিটে অহেতুক ফাউল করে রাইস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। ৬৮ মিনিটে হোয়াও পেদ্রোর গোলে ম্যাচে সমতা ফেরায় ব্রাইটন।