হ্যারি কেন। —ফাইল চিত্র।
টটেনহ্যাম ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া কার্যত নিশ্চিত হ্যারি কেনের। নাটকের পর জার্মানির ক্লাবে যোগ দিতে যাওয়ার অনুমতি মিলল ইংল্যান্ডের ফুটবল অধিনায়কের। শুক্রবার তাঁর জার্মানি যাওয়ার কথা ছিল। সকালে বিমানবন্দরে পৌঁছেও গিয়েছিলেন হ্যারি কেন। কিন্তু সেখানেই বসে থাকতে হয়েছিল তাঁকে। বিমান ধরার ঠিক আগের মুহূর্তে বেঁকে বসে টটেনহ্যাম। জট ছাড়ে বিকেলের দিকে। জার্মানি যাওয়ার অনুমতি পান তিনি।
প্রথমে জানা গিয়েছিল যে, ভারতীয় মুদ্রায় ৯১০ কোটি টাকায় (১০০ মিলিয়ন ইউরো) টটেনহ্যাম ছেড়ে বায়ার্নে যাচ্ছেন হ্যারি কেন। এ ছাড়াও আরও ৮২ কোটি টাকা বাড়তি দেওয়ার কথা হয়েছিল। এই চুক্তিতে রাজি হয়ে গিয়েছিলেন ইংরেজ অধিনায়ক। বায়ার্নে তাঁর শারীরিক পরীক্ষার সব ব্যবস্থাও শুরু হয়ে গিয়েছিল। এর মাঝেই হঠাৎ নতুন মোড় নেয় তাঁর দলবদলের বিষয়টি। মিউনিখে যাওয়ার জন্য যখন বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন হ্যারি কেন, সেই সময় টটেনহ্যাম তাঁর চুক্তিতে বদল চেয়ে বসে। কী বদল তা জানা যায়নি।
বায়ার্নে এখনও সই করেননি হ্যারি কেন। কথাবার্তা পাকা হয়ে গেলেও সই বাকি রয়েছে। সই করার জন্যই মিউনিখ যাচ্ছেন তিনি। কিন্তু যাওয়ার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল টটেনহ্যাম। আপাতত জট কেটেছে।
৩০ বছরের হ্যারি কেন ২০০৯ সালে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন। গত ১৪ বছর ধরে ইংল্যান্ডের ক্লাবে রয়েছেন তিনি। মাঝে লেটন ওরিয়েন্ট (২০১১), মিলওয়াল (২০১২), নরউইক সিটি (২০১২-১৩) এবং লেস্টার সিটিতে (২০১৩) লোনে খেলতে গিয়েছিলেন। ইংল্যান্ডের হয়ে হ্যারি কেনের অভিষেক হয়েছিল ২০১৫ সালে। ৮৪টি ম্যাচ খেলেছেন তিনি দেশের জার্সিতে। কাতার বিশ্বকাপে দলকে নেতৃত্বও দিয়েছিলেন।