ইস্টবেঙ্গল ক্লাব। ফাইল ছবি
রাজ্য সরকারের দেওয়া বঙ্গ বিভূষণ সম্মান থেকে প্রাপ্ত অর্থ সাধারণ মানুষের সাহায্যার্থে লিভার ফাউন্ডেশনকে দিয়ে দিচ্ছে ইস্টবেঙ্গল। সোমবার ক্লাবের তরফে এমনটাই জানানো হয়েছে। এ দিনই মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ সম্মান পায় তারা।
শুধু ইস্টবেঙ্গলই নয়, কলকাতার বাকি দুই প্রধান মোহনবাগান এবং মহমেডানকেও সম্মান জানানো হয়েছে। ইস্টবেঙ্গলের তরফে অনুষ্ঠানে ছিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার, সচিব কল্যাণ মজুমদার। মোহনবাগানের তরফে সচিব দেবাশিস দত্ত, সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। মহমেডানের পক্ষ থেকে ছিলেন সভাপতি আমিরুদ্দিন ববি এবং সচিব দানিশ ইকবাল।
মোহনবাগানের সামনের মরসুমের দল গঠন প্রায় সম্পূর্ণ। আগামী কয়েক দিনের মধ্যেই ডুরান্ড কাপের জন্য অনুশীলনে নেমে পড়বে তারা। ইস্টবেঙ্গলে এবং মহমেডানেও দল গঠন চলছে জোরকদমে। দুই ক্লাবই কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে খেলবে।