সোমবার অনুশীলনের আগে ফটোশুটে ইস্টবেঙ্গলের (বাঁ দিক থেকে) মাদিহ তালাল, জিকসন সিংহ এবং দিমিত্রিয়স দিয়ামানতাকোস। ছবি: সমাজমাধ্যম।
নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে আইএসএলে প্রথম জয় পাওয়ার পরের দিনই যুবভারতী গিয়ে মেপে নিয়েছিলেন চেন্নাইয়িন এফসি-কে। মোহনবাগানের বিরুদ্ধে চেন্নাইয়িনের খেলা দেখার পর তাঁর নোটবুকে উঠে গিয়েছে বেশ কিছু বিষয়। সেগুলি নিয়ে কাজ করে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যেই অনুশীলন শুরু করে দিলেন অস্কার ব্রুজ়ো। ছুটি কাটিয়ে ইস্টবেঙ্গল সোমবার থেকে অনুশীলনে ফিরল। ব্রুজ়ো জানালেন, প্রথম ম্যাচ জিতলেও তাঁরা পয়েন্ট তালিকায় সবার তলায়। তাই এখনও অনেক কাজ বাকি।
এ দিন অনুশীলনের আগে তিনি বলেছেন, “পয়েন্ট তালিকায় শেষে রয়েছি। তাই অনেক কাজ বাকি। ফিটনেসের শীর্ষে থাকতে হবে আমাদের। রোজ উন্নতি করতে হবে। পয়েন্ট তালিকায় উপরের দিকে ওঠার সুযোগ রয়েছে আমাদের।”
সোমবার অনুশীলনের মাঝপথেই উঠে যান সাউল ক্রেসপো এবং মাদিহ তালাল। তবে ব্রুজ়োর আশ্বাস, কেউই চোট পাননি। বলেছেন, “ডিসেম্বরে অনেকগুলো ম্যাচ খেলতে হবে আমাদের। তাই ফুটবলারদের যথাযথ বিশ্রাম দেওয়াও আমার কাজ। পরের অনুশীলনগুলোয় আমরা ওদের সেরা ফর্মে দেখতে চাই।”
মোহনবাগানের কাছে হারলেও প্রতিপক্ষ হিসাবে চেন্নাইয়িন যে সহজ হবে না এটা বুঝেছেন ব্রুজ়ো। তাঁর কথায়, “ওরা একদম ব্রিটিশদের মতো খেলে। কোচ ওয়েন কোয়েল ভারতীয় ফুটবল সম্পর্কে অনেক অভিজ্ঞ। ওরা শরীর নির্ভর ফুটবল খেলে। সেট পিস, জায়গা বদল, একের বিরুদ্ধে এক লড়াই— সবেতেই শারীরিক ফুটবল খেলে। আমরা অ্যাওয়ে ম্যাচ খেলব। তাই সাবধানী থাকতে হবে। কঠিন প্রতিপক্ষ হবে। তবে আমরাও পরিকল্পনা তৈরি রাখব ওদের থামানোর।”
একটা ম্যাচ জয়ের পর সাজঘরেও ইতিবাচক মানসিকতা ফিরেছে বলে দাবি ইস্টবেঙ্গল কোচের। বলছেন, “টানা হারের সময়েও সাজঘরের পরিবেশ ভাল ছিল। জয়ের পর আরও ইতিবাচক মানসিকতা দেখতে পাচ্ছি। প্রত্যেকে ফুটছে। তবে আত্মবিশ্বাস বাড়াতে আরও ম্যাচ জিততে হবে। জানি আইএসএল অনেক বাকি। পয়েন্ট তালিকায় আরও উপরে ওঠাই আমাদের লক্ষ্য।”