East Bengal

East Bengal: পল্টু দাসের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাল ইস্টবেঙ্গল, দেওয়া হল দীপক জ্যোতি সম্মান

বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই সম্মান দেওয়া হয়েছে। যে পাঁচ জন কোচ এই সম্মান পেয়েছেন, তাঁরা হলেন মুরারী সুর, অবিদত্ত রায়, শঙ্কর বন্দ্যোপাধ্যায়, নরেন মজুমদার ও প্রয়াত ক্রিকেট কোচ কার্তিক বসু। এ ছাড়া পাঁচ জন উদ্যোগপতির হাতেও দীপক জ্যোতি সম্মান তুলে দেওয়া হয়। পাঁচ উদ্যোগপতি হলেন গৌতম রায় চৌধুরী, সুবর্ন বোস, শুভাশীষ চক্রবর্তী, সোমনাথ ভট্টাচার্য এবং প্রণব চন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২২ ২২:১৯
Share:

ছবি: ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল ক্লাবে পালিত হল প্রয়াত সচিব পল্টু দাসের ২১তম প্রয়াণ দিবস। সকালে ক্লাব তাঁবুতে প্রদীপ জ্বালিয়ে ও পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। বিকেলে পাঁচ জন কোচের হাতে দীপক জ্যোতি সম্মান তুলে দেওয়া হয়।

বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই সম্মান দেওয়া হয়েছে। যে পাঁচ জন কোচ এই সম্মান পেয়েছেন, তাঁরা হলেন মুরারী সুর, অবিদত্ত রায়, শঙ্কর বন্দ্যোপাধ্যায়, নরেন মজুমদার ও প্রয়াত ক্রিকেট কোচ কার্তিক বসু। এ ছাড়া পাঁচ জন উদ্যোগপতির হাতেও দীপক জ্যোতি সম্মান তুলে দেওয়া হয়। পাঁচ উদ্যোগপতি হলেন গৌতম রায় চৌধুরী, সুবর্ন বোস, শুভাশীষ চক্রবর্তী, সোমনাথ ভট্টাচার্য এবং প্রণব চন্দ্র।

Advertisement

সংবর্ধনা দেওয়া হয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে। তাঁকে সংবর্ধিত করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সংবর্ধিত পাঁচ কোচ এবং পাঁচ জন উদ্যোগপতির হাতে স্মারক,উত্তরীয়, ফুলের স্তবক এবং মিষ্টির হাঁড়ি তুলে দেওয়া হয়। সংবর্ধিত সকলকেই ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য পদ দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement