—প্রতীকী চিত্র।
সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে পাঁচ বছর পরে আগামী ২১ জুন বেঙ্গালুরুতে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচ হবে কি না, তা নিয়ে হঠাৎ করেই সংশয় তৈরি হয়েছে। পাকিস্তান স্পোর্টস বোর্ড এখনও তাদের দেশের ফুটবল দলকে সবুজ সঙ্কেত দেয়নি।
খোঁজ নিয়ে জানা গিয়েছে, পাকিস্তান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপে খেলার দেশের স্পোর্টস বোর্ডের কাছে অনুমতি চেয়েছে দেরি করে। এই কারণেই জটিলতা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা আশাবাদী পাক দল খেলবে সাফ চ্যাম্পিয়নশিপে।