India-Pak Football

পাক ফুটবল দলকে নিয়ে হঠাৎ সংশয়

পাঁচ বছর পরে ফুটবলে আগামী ২১ জুন বেঙ্গালুরুতে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচ হবে কি না, তা নিয়ে হঠাৎ করেই সংশয় তৈরি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২৩ ০৬:৪৭
Share:

—প্রতীকী চিত্র।

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে পাঁচ বছর পরে আগামী ২১ জুন বেঙ্গালুরুতে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। কিন্তু শেষ পর্যন্ত এই ম্যাচ হবে কি না, তা নিয়ে হঠাৎ করেই সংশয় তৈরি হয়েছে। পাকিস্তান স্পোর্টস বোর্ড এখনও তাদের দেশের ফুটবল দলকে সবুজ সঙ্কেত দেয়নি।

Advertisement

খোঁজ নিয়ে জানা গিয়েছে, পাকিস্তান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপে খেলার দেশের স্পোর্টস বোর্ডের কাছে অনুমতি চেয়েছে দেরি করে। এই কারণেই জটিলতা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা আশাবাদী পাক দল খেলবে সাফ চ্যাম্পিয়নশিপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement