ছবি: সংগৃহীত।
এলাকায় তিনি কুখ্যাত, ঘাড়ে ঝুলে আছে ৩০টিরও বেশি মামলা। প্রেমিকার জন্মদিনে চমক দিতে খোদ পুলিশকর্তার কার্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র ও গাড়ি নিয়ে স্টান্ট দেখালেন যুবক। কানপুরের বাররা থানা এলাকার ঘটনা। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ১২টি গাড়ি নিয়ে শহরের বুকে রীতিমতো তাণ্ডব চালালেন ৩০ বছর বয়সি গ্যাংস্টার। ডিসিপি অফিসের কাছে নম্বরপ্লেট ছাড়া গাড়ির সামনে প্রেমিকাকে বসিয়ে গাড়ি চালাতে দেখা গিয়েছে তাঁকে। পিছনে ছিল আরও ১১টি গাড়ির সারি। সেই ভিডিয়োই সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সিমেরচাওলা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রেমিকাকে কালো রঙের এসইউভিতে বসিয়ে প্রবল গতিতে গাড়ি চালাচ্ছেন, গাড়িতে নেই কোনও নম্বরপ্লেট। গাড়ি কাচও কালো। পিছনে ছিল কনভয়ের বাকি গাড়িগুলি। হুটার বাজিয়ে সেই গাড়িগুলি প্রবল গতিতে চক্কর কাটছিল রাস্তায়। অভিযুক্তকে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়তেও দেখা গিয়েছে। পাশে কালো চশমা পরে বসেছিলেন এক তরুণী। ৩০ বছর বয়সি এই গ্যাংস্টারের বিরুদ্ধে ৩০টিরও বেশি গুরুতর অভিযোগ রয়েছে। তার মধ্যে এক কিশোরীর সঙ্গে অশ্লীল ভিডিয়ো তোলার অভিযোগ ছাড়াও এক চিকিৎসক দম্পতির মেয়েকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
স্টান্ট করার সময় তৈরি করা ভিডিয়োটি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিয়ো দেখে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন নেটাগরিকেরা। বাররা থানায় অভিযোগ জমা পড়ার পর প্রধান অভিযুক্ত-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদমাধ্যমসূত্রে খবর। পুলিশ তদন্ত শুরু করেছে।