Kylian Mbappe

বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপেকে নিয়ে ফ্রান্স দলে অশান্তি, কোচের সঙ্গে ভিন্নমত ফুটবলারেরা

ফ্রান্সের হয়ে খেললে তিনি খবরে থাকেন। না খেলায় আরও বেশি করে খবরে চলে এসেছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের ফুটবলারকে বাদ দেওয়ার পর কোচ দিদিয়ের দেশঁ বিরক্ত হয়ে গেলেন এমবাপেকে নিয়ে একের পর এক প্রশ্নে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৬:০৪
Share:

কিলিয়ান এমবাপে। — ফাইল চিত্র।

ফ্রান্সের হয়ে খেললে তিনি খবরে থাকেন। না খেলায় আরও বেশি করে খবরে চলে এসেছেন কিলিয়ান এমবাপে। তাঁকে নিয়ে ফ্রান্স ফুটবল দলে অশান্তি। তাঁকে বাদ দিয়েছেন কোচ দিদিয়ের দেশঁ। সাংবাদিক বৈঠকে এমবাপেকে নিয়েই একের পর এক প্রশ্নে বিরক্ত হয়ে গেলেন তিনি। তবে সতীর্থেরা দাঁড়িয়েছেন অধিনায়কের পাশেই।

Advertisement

আসন্ন নেশন্‌স লিগের ম্যাচে ফ্রান্স দল থেকে এমবাপেকে বাদ দিয়েছেন দেশঁ। ইজরায়েল ম্যাচের আগে তাঁকে বার বার প্রশ্ন করা হচ্ছিল এমবাপেকে নিয়ে। বিরক্ত দেশঁ বলেন, “শুনুন, যা বলেছি তা যথেষ্ট। আপনাদের বাক্‌স্বাধীনতা রয়েছে। নিজেদের মতো বুঝে নিয়ে যা খুশি লিখতে পারেন। কাল আমাদের একটা ম্যাচ রয়েছে। দলে ২৩ জন খেলোয়াড় রয়েছে। কিলিয়ান সেখানে নেই। ওকে ওর মতো ছেড়ে দিন।”

কোচ বিরক্ত হলেও সতীর্থদের পাশে পেয়েছেন ফ্রান্সের অধিনায়ক। ডিফেন্ডার দায়োত উপামেকানো জানিয়েছেন, এমবাপের যে সম্মান প্রাপ্য সেটা তাঁকে দেওয়া হচ্ছে না। উপামেকানোর কথায়, “ওকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। কিলিয়ান এই ফ্রান্স দলের জন্য কী করেছে সেটা কেউই ভুলে যায়নি। ওর প্রতি আরও একটু সম্মান দেখানো উচিত আমাদের। আশা করি দ্রুত আমরা একসঙ্গে খেলব।”

Advertisement

উপামেকানোর মতে, ফুটবলারদের মানসিক সমস্যা হওয়া খারাপ কিছু নয়। সবাইকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। তিনি বলেছেন, “এমবাপের পাশে আছি আমরা। ও আমাদের অধিনায়ক। দ্রুত দলে ফিরবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement