India vs Australia

যশস্বী, অভিমন্যুদের ‘শিক্ষক’ কোহলি, বুমরারা! ক্যাঙারুর দেশে ‘নতুন ভারত’ গড়ার স্বপ্ন শুরু

অস্ট্রেলিয়ায় কিছু দিন পরেই শুরু হবে টেস্ট সিরিজ়‌। ক্যাঙারুর দেশে পা দিয়ে ‘নতুন ভারত’ গড়ার লক্ষ্য নিলেন বিরাট কোহলি, যশপ্রীত বুমরারা। দলের তরুণ ক্রিকেটারদের ‘শিক্ষক’ হয়ে গেলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৪:০২
Share:

(বাঁ দিকে) বিরাট কোহলি। যশপ্রীত বুমরা (ডান দিকে)। পার্‌থে অনুশীলনে। ছবি: সমাজমাধ্যম।

অস্ট্রেলিয়ায় কিছু দিন পরেই শুরু হবে টেস্ট সিরিজ়‌। রোহিত শর্মা বাদে গোটা দলই পৌঁছে গিয়েছে। ক্যাঙারুর দেশে পা দিয়ে ‘নতুন ভারত’ গড়ার লক্ষ্য নিলেন বিরাট কোহলি, যশপ্রীত বুমরারা। দলের তরুণ ক্রিকেটারদের ‘শিক্ষক’ হয়ে গেলেন তাঁরা।

Advertisement

অস্ট্রেলিয়া সফরগামী দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন। যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, অভিমন্যু ঈশ্বরণ, সরফরাজ খান, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, আকাশ দীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণদের এটাই প্রথম অস্ট্রেলিয়া সফর। অনেক কিছু প্রমাণ করার রয়েছে তাঁদের। ভবিষ্যতে তাঁরাই ভারতীয় দলের তারকা ক্রিকেটার হয়ে উঠতে পারেন। তাই কোহলি, বুমরা, রবিচন্দ্রন অশ্বিনের মতো সিনিয়র ক্রিকেটারেরা ‘নতুন ভারত’ গড়ার লক্ষ্য নিয়েছেন।

বৃহস্পতিবার ভারতীয় বোর্ড একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানেই এ কথা খোলসা করেছেন দলের সহকারী কোচ অভিষেক নায়ার। তাঁর কথায়, “সফর শুরু হওয়ার আগে তরুণদের সঙ্গে কথা বলেছিল গৌতম ভাই। কয়েক জন সিনিয়রও ছিল। বুমরা, বিরাট, অশ্বিন নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছে। বলেছে, কী ভাবে প্রথম বার অনেক সিনিয়রের সঙ্গে ওরা অস্ট্রেলিয়া সফরে এসেছিল। তরুণদের বুঝিয়েছে, অস্ট্রেলিয়া সফরের শেষে ওরা যেন আরও ভাল ক্রিকেটার হিসাবে দেশে ফিরতে পারে।”

Advertisement

নায়ারের সংযোজন, “তরুণ ক্রিকেটারেরা খুবই উৎসাহী। মাঠে নামার জন্য ওদের তর সইছে না। আশা করা যায় সফরের শেষে ওরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারবে। অস্ট্রেলিয়া এসে সাফল্য পাওয়া ভারতীয় ক্রিকেটারদের পক্ষে অন্যতম কঠিন কাজ।”

বোলিং কোচ মর্নি মর্কেল এই সিরিজ়কে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা বলে বর্ণনা করেছেন। তাঁর কথায়, “আন্তর্জাতিক ক্রিকেটের একটা সেরা সিরিজ়‌ হতে চলেছে। দুটো দলই কাউকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেয় না। কঠিন লড়াই হবে। পাঁচটা টেস্ট বেশ কঠিন। প্রতি দিন খেলার শেষে জুতো খোলার পর আপনি যেন এটা বলতে পারেন, ‘আমি নিজের সেরাটা দিয়েছি’।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement