কোপার ফাইনালে কলম্বিয়া। ছবি: রয়টার্স।
কলম্বিয়া ১ (লারমা)
উরুগুয়ে ০
১৫ বারের কোপাজয়ী উরুগুয়েকে হারিয়ে দিল কলম্বিয়া। আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে হবে তাদের। সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দিল কলম্বিয়া।
প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। গোল করেন জেফারসন লারমা। তাঁকে গোলের পাস বাড়ান জেমস রদ্রিগেজ। এ বারের প্রতিযোগিতায় ষষ্ঠ বার গোলের পাস বাড়ালেন তিনি। কর্নার থেকে বল তোলেন রদ্রিগেজ। সেই বলে হেড করেন লারমা। বল জালে জড়িয়ে যায়। এগিয়ে যায় কলম্বিয়া। শেষ বাঁশি পর্যন্ত সেই গোল শোধ করা সম্ভব হয়নি উরুগুয়ের পক্ষে।
উরুগুয়ে শেষ বার কোপা জিতেছিল ২০১১ সালে। সেই বছর ফাইনালে গোল করেছিলেন লুইস সুয়ারেজ। কলম্বিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার ৬৬ মিনিটের মাথায় নামানো হয়। কিন্তু গোল আসেনি।
গোটা দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলতে হয়েছে কলম্বিয়াকে। প্রথমার্ধের একদম শেষ দিকে লাল কার্ড দেখেন কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজ। কিন্তু ১০ জনের কলম্বিয়াকে পেয়েও গোল শোধ করতে পারেনি উরুগুয়ে।
ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল উরুগুয়ে। মনে করা হয়েছিল কোপার ফাইনালে উঠবে তারাই। কিন্তু কলম্বিয়ার বিরুদ্ধেই হেরে গেল তারা। এর ফলে কলম্বিয়ার হলুদ জার্সিধারিদের খেলতে হবে আর্জেন্টিনার বিরুদ্ধে। লিয়োনেল মেসির দল আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল। আগামী সোমবার ভোরে হবে সেই ম্যাচ।