Chinese Football Association

দুর্নীতির দায়ে ১১ বছরের কারাদণ্ড চিনের প্রাক্তন ফুটবল কর্তার, সঙ্গে জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতের

চিনের একাধিক ফুটবল কর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে গত কয়েক বছরে। দেশের ফুটবলকে দুর্নীতিমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে সে দেশের সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৪ ২১:৫৬
Share:

—প্রতীকী চিত্র।

১১ বছরের কারাবাস হল চিনের ফুটবল সংস্থার প্রাক্তন সহ-সভাপতি লি ইউইর। তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। আদালতে শুনানির সময় আর্থিক দুর্নীতির অভিযোগ মেনে নিয়েছেন ইউই।

Advertisement

১১ বছরের কারাবাসের পাশাপাশি ইউইকে ১ লাখ ৪০ হাজার ডলার (১ কোটি ১৭ লাখ টাকার বেশি) জরিমানা করেছে আদালত। দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন বিচারক। গত মার্চ মাসে ইউইর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তদন্ত শুরু হয়। চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পদের অপব্যবহার করে একাধিক ব্যক্তি এবং ক্লাবকে অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তবে তিনি কী ধরনের সুবিধা পাইয়ে দিয়েছেন, তা জানা যায়নি।

২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ছিলেন ইউই। তার আগে তিনি ছিলেন সাংহাইয়ের ক্রীড়া প্রশাসনের প্রধান। ইউই একা নন, চিনের একাধিক ফুটবল কর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে গত কয়েক বছরে। দেশের ফুটবলকে দুর্নীতি মুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে সে দেশের সরকার।

Advertisement

এর আগে চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি চেন জুয়ানের দুর্নীতির জন্য যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাঁর সঙ্গেই সাজা হয়েছিল চিনের জাতীয় দলের প্রাক্তন কোচ তথা এভারটনের প্রাক্তন ফুটবলার লি টাইয়ের। তাঁর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ প্রমাণ হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement