fifa

FIFA bans AIFF: নির্বাসন থেকে মুক্তি পেতে মরিয়া, ফিফার দাবি মেনে নিতে সুপ্রিম কোর্টে আর্জি কেন্দ্রের

ভারতীয় ফুটবলকে নির্বাসিত করেছে ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্যই নির্বাসিত করা হয়। কেন্দ্রীয় সরকার এ বার তৃতীয় পক্ষকে সরাতে আর্জি জানাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২২ ২২:৪০
Share:

নির্বাসন থেকে মুক্তি পেতে মরিয়া ভারত। —প্রতীকী চিত্র

ভারতীয় ফুটবলের নির্বাসন তুলতে এ বার মরিয়া কেন্দ্রীয় সরকারও। সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানাল তারা। সুপ্রিম কোর্টের নিয়োগ করা কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরসকে (সিওএ) সরিয়ে দেওয়ার আর্জি জানাল কেন্দ্র।

Advertisement

সোমবার এআইএফএফ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তার আগের দিনই সুপ্রিম কোর্টের কাছে সিওএ-কে সরানোর আর্জি জানাল কেন্দ্র। কোনও দেশের ফুটবল সংস্থার উপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে মান্যতা দেয় না ফিফা। সর্বভারতীয় ফুটবল সংস্থায় (এআইএফএফ) সেটাই হচ্ছিল। সেই কারণেই ভারতকে নির্বাসিত করে ফিফা। সেই সিওএ-কেই এ বার সরিয়ে নেওয়ার আর্জি জানাল কেন্দ্র।

১৫ অগস্ট ভারতীয় ফুটবলকে নির্বাসনে পাঠায় ফিফা। এর ফলে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ভারতে না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এএফসি কাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন দলের খেলার উপরেও রয়েছে নিষেধাজ্ঞা। বিদেশি ফুটবলার সই করানোর ক্ষেত্রেও বেশ কিছু বাধা রয়েছে।

Advertisement

ফিফার সমস্ত দাবি মেনে নিতে চাইছে কেন্দ্র। সিওএ-র হস্তক্ষেপ যেমন তুলে নিতে আবেদন করেছে, তেমনই প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার না দেওয়ারও দাবি জানিয়েছে তারা। সেই সঙ্গে প্রফুল্ল পটেলের নেতৃত্বে থাকা দলকে এআইএফএফ-এর অংশ না করার আবেদন জানিয়েছে কেন্দ্র।

গত ৩ অগস্ট এআইএফএফ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সে দিনই বিচারপতিরা জানিয়েছিলেন, পরবর্তী শুনানি হবে ১৭ অগস্ট। সেই দিন শুনানি স্থগিত হয়ে যায়। তার মধ্যেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণে নির্বাসিত করে এআইএফএফকে। নতুন নির্বাচিত কমিটি এআইএফএফ-এর দায়িত্ব নিলে নির্বাসনের শাস্তি তুলে নেওয়া হবে বলে জানিয়েছে ফিফা। তা না হওয়া পর্যন্ত নির্বাসিতই থাকতে হবে ভারতীয় ফুটবলকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement