Lionel Messi

মেসিকে হিংসা! বিশ্বকাপে আর্জেন্টিনার খেলাই দেখেননি প্রাক্তন সতীর্থ, ফোনও করেননি লিয়োকে

লিয়োনেল মেসি আর্জেন্টিনার হয়ে ফুটবল বিশ্বকাপ জেতার পরে মেসির সঙ্গে যোগাযোগ করেননি তিনি। মেসির প্রাক্তন সতীর্থ কি তাঁকে হিংসা করছেন? কী বলছেন তিনি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ১৮:০১
Share:

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন লিয়োনেল মেসি। কিন্তু বিশ্বকাপ জেতার পরে তাঁকে ফোন করেননি প্রাক্তন সতীর্থ। —ফাইল চিত্র

এক সময় একই দলের হয়ে দীর্ঘ দিন খেলেছেন তাঁরা। একই সঙ্গে জিতেছেন অলিম্পিক্সে সোনার পদক। কিন্তু এক সময়ের সতীর্থ লিয়োনেল মেসি ফুটবল বিশ্বকাপ জিততেই চুপ কার্লোস তেভেজ। মেসিকে ফোনও করেননি তিনি। জানিয়েছেন, বিশ্বকাপে আর্জেন্টিনার খেলাই দেখেননি। উল্টে ফ্রান্সের খেলা দেখেছেন তিনি।

Advertisement

আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে মেসির প্রশংসায় পঞ্চমুখ আর্জেন্টিনার প্রাক্তন ও বর্তমান ফুটবলাররা। কিন্তু সেই তালিকায় নেই তেভেজ। তিনি মেসির সঙ্গে কেন যোগাযোগ করেননি সেই প্রশ্ন করা হয়েছিল তাঁকে। জবাবে তেভেজ বলেছেন, ‘‘আমি জানতাম মেসির ফোন ব্যস্ত থাকবে। তাই আমি আর ফোন করিনি। তবে বিশ্বকাপে মেসির গোল দেখে আমার সন্তানরা খুব আনন্দ পেয়েছে।’’

তিনি নিজে আর্জেন্টিনার খেলা দেখেননি বলে জানিয়েছেন তেভেজ। বদলে ফ্রান্সের খেলা দেখেছেন তিনি। তেভেজ বলেছেন, ‘‘আমি কাতার বিশ্বকাপ দেখিনি। কিন্তু আমি ফ্রান্সের খেলা দেখেছি। কারণ, ওদের খেলা দেখতে ভাল লাগে।’’

Advertisement

তেভেজ (বাঁ দিকে) দীর্ঘ দিন আর্জেন্টিনার জার্সিতে মেসির সঙ্গে খেলেছেন। —ফাইল চিত্র

তেভেজের এই মন্তব্যের পরে আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলারের সমালোচনা করেছেন অনেকে। তাঁদের মতে, মেসি সফল হয়েছেন বলে হিংসায় এই সব কথা বলছেন তেভেজ। তিনি যদি প্রকৃত ফুটবলার হতেন তা হলে মেসির সাফল্যে আনন্দ পেতেন। বাকিদের সঙ্গে তিনিও আর্জেন্টিনার সাফল্যে শরিক হতেন। কিন্তু সেটা তিনি করেননি।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটি, জুভেন্টাসের মতো ক্লাবের হয়ে খেলার পরে অবসর নিয়ে রোসারিয়ো সেন্ট্রাল দলের কোচ হয়েছিলেন তেভেজ। কিন্তু ছ’মাস পরে সেই দায়িত্ব ছেড়ে দেন তিনি। এখন পরিবারের সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন তেভেজ। বলেছেন, ‘‘এখন আমি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। এটা আমার জীবনের সব থেকে আনন্দের সময়। কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে খুব ভাল লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement