Cristiano Ronaldo

মেসির দেশের ফুটবলারের পায়ে রোনাল্ডোর ট্যাটু! স্ট্রাইকারকে নিয়ে উচ্ছ্বাস পর্তুগালে

তাঁর দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন লিয়োনেল মেসি। তিনি নিজেও দেশের ফুটবল দলে স্ট্রাইকার হিসাবে খেলেন। কিন্তু তাঁর পায়ে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখের ট্যাটু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ১৬:০৬
Share:

আর্জেন্টিনার ফুটবলারের পায়ে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ট্যাটু। ছবি: টুইটার

লিয়োনেল মেসি তাঁর দেশকে বিশ্বকাপ জিতিয়েছে। ৩৬ বছরের খরা কেটেছে আর্জেন্টিনার। কিন্তু তার পরেও দেশের মহিলা ফুটবলার ইয়ামিলা রদ্রিগেজের পায়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ট্যাটু। তিনি রোনাল্ডোর ভক্ত। মেসির নন।

Advertisement

দেশের মহিলা ফুটবল দলে খেলেন ইয়ামিলা। দলের স্ট্রাইকার তিনি। কিন্তু তাঁর পছন্দের ফুটবলার রোনাল্ডো। তাই নিজের বাঁ পায়ে রোনাল্ডোর ট্যাটু করিয়েছেন। সেই সঙ্গে গোল করে রোনাল্ডোর বিখ্যাত উল্লাসের ভঙ্গিও আঁকা রয়েছে পায়ে। যদিও এই নিয়ে এখনও কোনও বিতর্ক হয়নি। আর্জেন্টিনার ফুটবলারের বিরুদ্ধে কোনও সমালোচনার ঝড় ওঠেনি। তবে রোনাল্ডোভক্তরা ইয়ামিলার কাজে খুব খুশি। মহিলা স্ট্রাইকারের প্রশংসা করেছেন তাঁরা।

ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে রোনাল্ডো বনাম মেসি দ্বৈরথের তারিখ। আল নাসেরের জার্সিতে নয়, সৌদি আরবে রোনাল্ডোর অভিষেক হতে চলেছে প্রদর্শনী ম্যাচে। আল হিলাল এবং আল নাসের দল মিলিয়ে একটি প্রথম একাদশ তৈরি করা হবে, যারা খেলবে প্যারিস সঁ জরমঁর বিপক্ষে। সেই ম্যাচে খেলার কথা লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং নেমারের। তিন তারকাই খেলবেন কি না, তা অবশ্য এখনও নিশ্চিত নয়। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় চার তারকাকে দেখার আনন্দে এখন থেকেই ফুটছে সৌদি আরব।

Advertisement

আর্জেন্টিনার মহিলা ফুটবলার ইয়ামিলা রদ্রিগেজ। তাঁর পায়েই রয়েছে রোনাল্ডোর ট্যাটু। —ফাইল চিত্র

দু’ম্যাচ নির্বাসিত থাকায় আল নাসেরের হয়ে এখনও অভিষেক হয়নি রোনাল্ডোর। প্রথম ম্যাচ আল নাসেরের জার্সিতে খেলতে নামবেন না। প্রদর্শনী ম্যাচের জন্য আলাদা একটি জার্সি তৈরি করা হবে। সেই ম্যাচটি হতে চলেছে ১৯ জানুয়ারি। এই খবর জানিয়েছেন আল নাসেরের কোচ রুডি গার্সিয়া।

কবে রোনাল্ডোর অভিষেক হবে, সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল গার্সিয়াকে। তিনি উত্তর দেন, “ওর অভিষেক আল নাসের জার্সিতে হবে না। আল হিলাল এবং আল নাসের মিলিয়ে একটি মিশ্র দল তৈরি করা হবে। আল নাসেরের কোচ হিসাবে এই ম্যাচের জন্য আমি অত্যন্ত খুশি। নিজেদের উন্নত করতে আমরা সব সময় পিএসজি-র মতো ক্লাবকে দেখি। ওদের থেকে শিখি। তিন দিন পরে লিগের একটা ম্যাচ রয়েছে আমাদের। সূচি অনুযায়ী, এর থেকে ভাল সময়ে ম্যাচটা হতে পারত না। আমরা প্রথম স্থানে রয়েছি। সেটাই সবচেয়ে বড় ব্যাপার। এই লিগ জেতা খুবই কঠিন। কিন্তু রোনাল্ডোকে পেয়ে আমরা সেই কাজটাই করে দেখাতে চাই।”

গত সপ্তাহে আল তাইয়ের বিরুদ্ধে জেতে আল নাসের। রোনাল্ডো সেই ম্যাচে না খেললেও ভিআইপি দর্শকাসনে হাজির ছিলেন। গোলের সময় উঠে দাঁড়িয়ে হাততালি দেন। আগামী শনিবার আল শাবাবের বিরুদ্ধেও পাওয়া যাবে না রোনাল্ডো। প্রদর্শনী ম্যাচে খেলার পর আল নাসেরের হয়ে খেলতে সমস্যা নেই রোনাল্ডোর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement