শুধু তরুণ ফুটবলারদের তুলে আনা নয়, তার পাশাপাশি স্থানীয় ফুটবল কোচদের উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করবে ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাব। সেই সঙ্গে অভিভাবকদের কাছে বাইচুংয়ের আবেদন, শুধুমাত্র ফুটবলকে পেশা করার জন্য নয়, সুস্থ থাকার জন্য ছোট থেকে সন্তানদের খেলাধুলোর সঙ্গে যুক্ত করা উচিত।
নতুন দায়িত্বে বাইচুং নিজস্ব চিত্র
বাইচুং ভুটিয়ার হাত ধরে শিলিগুড়িতে তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের ফুটবল অ্যাকাডেমি। ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাবের সঙ্গে এসএনবিএস শালুগাড়া, রানিডাঙ্গা ইমান্যুয়েল স্কুল ও নাদসাম ফুটসলের উদ্যোগে এই অ্যাকাডেমি তৈরির কাজ শুরু হয়েছে। প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়কের ক্লাবের সঙ্গে রয়েছেন বিদেশি ফুটবল বিশেষজ্ঞ রিচার্ড।
উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকার ফুটবলারদের সামনের সারিতে তুলে আনার জন্যই এই অ্যাকাডেমি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বাইচুং। পাশাপাশি দুস্থ অথচ প্রতিভাবান খেলোয়াড়দের জন্য স্পনসরের ব্যবস্থা করবে এই অ্যাকাডেমি। ভবিষ্যতে আবাসিক ফুটবল অ্যাকাডেমি করারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাইচুং।
শুধু তরুণ ফুটবলারদের তুলে আনা নয়, তার পাশাপাশি স্থানীয় ফুটবল কোচদের উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করবে ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাব। সেই সঙ্গে অভিভাবকদের কাছে বাইচুংয়ের আবেদন, শুধুমাত্র ফুটবলকে পেশা করার জন্য নয়, সুস্থ থাকার জন্য ছোট থেকে সন্তানদের খেলাধুলোর সঙ্গে যুক্ত করা উচিত।