IPL 2022

IPL 2022: ঘরোয়া ক্রিকেটারদের ভাল খেলতে হবে, নইলে…কেন এমন বললেন শ্রেয়স

এ বারের আইপিএলে কলকাতার হয়ে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, উমেশ যাদবের মতো কিছু ক্রিকেটার ধারাবাহিক ভাবে ভাল খেললেও বেঙ্কটেশ আয়ার, নীতীশ রানা, শেল্ডন জ্যাকসন, বরুণ চক্রবর্তী, শিবম মাভিরা ছন্দে নেই। তার ফলে পর পর দু’ম্যাচে হারতে হয়েছে কেকেআরকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ২০:১৮
Share:

দলের ক্রিকেটারদের প্রতি কী বার্তা শ্রেয়সের ফাইল চিত্র

ছয় ম্যাচে মাত্র তিনটি জয়। শেষ দুই ম্যাচে হারতে হয়েছে দলকে। কয়েক জন ক্রিকেটার ভাল খেললেও অনেককেই ছন্দে দেখা যাচ্ছে না। এই অবস্থায় ঘরোয়া ক্রিকেটারদের ভাল খেলার পরামর্শ দিলেন শ্রেয়স আয়ার।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন শ্রেয়স। তাঁকে দল নিয়ে প্রশ্ন করায় তার জবাবে শ্রেয়স বলেন, ‘‘দলে যে বিদেশি ক্রিকেটাররা রয়েছে তারা অনেক বছর ধরে কলকাতার হয়ে ভাল খেলছে। তাই তাদের ভাল খেলা খুব জরুরি। কিন্তু এ বার ঘরোয়া ক্রিকেটারদেরও এগিয়ে আসতে হবে। তাদের ভাল খেলতে হবে। তবেই আমরা ধারাবাহিক জয় পাব।’’

Advertisement

এ বারের আইপিএলে কলকাতার হয়ে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, উমেশ যাদবের মতো কিছু ক্রিকেটার ধারাবাহিক ভাবে ভাল খেললেও বেঙ্কটেশ আয়ার, নীতীশ রানা, শেল্ডন জ্যাকসন, বরুণ চক্রবর্তী, শিবম মাভিরা ছন্দে নেই। তার ফলে পর পর দু’ম্যাচে হারতে হয়েছে কেকেআরকে। তাই তাঁদের ফর্মে ফেরার পরামর্শ শোনা গেল কলকাতার অধিনায়কের মুখ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement