Harry Kane

নাটকের পর বায়ার্নেই যোগ ইংরেজ অধিনায়কের, চার বছরের জন্য জার্মান ক্লাবে হ্যারি কেন

শুক্রবার শেষ মুহূর্তে বেঁকে বসেছিল ইংরেজ অধিনায়কের প্রাক্তন ক্লাব টটেনহ্যাম হটস্পার। যদিও সেই সমস্যা মিটিয়ে শেষ পর্যন্ত জার্মানি যান হ্যারি কেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৭:৪৫
Share:

হ্যারি কেন। ছবি: টুইটার।

জার্মানির বায়ার্ন মিউনিখে যোগ দিলেন হ্যারি কেন। শুক্রবার শেষ মুহূর্তে বেঁকে বসেছিল ইংরেজ অধিনায়কের প্রাক্তন ক্লাব টটেনহ্যাম হটস্পার। যদিও সেই সমস্যা মিটিয়ে শেষ পর্যন্ত জার্মানি যান হ্যারি কেন। চার বছরের জন্য সই করেন বায়ার্নে।

Advertisement

ভারতীয় মুদ্রায় ৯১০ কোটি টাকায় (১০০ মিলিয়ন ইউরো) টটেনহ্যাম ছেড়ে বায়ার্নে গেলেন হ্যারি কেন। এ ছাড়াও আরও ৮২ কোটি টাকা বাড়তি দেওয়ার কথা হয়েছে। ফুটবল শিখতে টটেনহ্যামে ২০০৪ সালে যোগ দিয়েছিলেন হ্যারি কেন। সেই ক্লাব ছেড়ে তিনি বলেন, “প্রায় ২০ বছর যে ক্লাবের সঙ্গে ছিলাম, সেটা ছেড়ে আসা সহজ নয়। ১১ বছরের বাচ্চা ছেলে থেকে ওই ক্লাবই আমাকে ৩০ বছরে যুবক করেছে।”

কিন্তু হ্যারি কেনের জার্মানির ক্লাবে যোগ দেওয়ার আগে তৈরি হয়েছিল নাটক। বায়ার্নের চুক্তিতে রাজি হয়ে গিয়েছিলেন ইংরেজ অধিনায়ক। বায়ার্নে তাঁর শারীরিক পরীক্ষার সব ব্যবস্থাও শুরু হয়ে গিয়েছিল। এর মাঝেই হঠাৎ নতুন মোড় নিয়েছিল তাঁর দলবদলের বিষয়টি। মিউনিখে যাওয়ার জন্য যখন বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন হ্যারি কেন, সেই সময় টটেনহ্যাম তাঁর চুক্তিতে বদল চেয়ে বসে। কী বদল তা অবশ্য জানা যায়নি। সেই সমস্যা মেটার পর জার্মানিতে যান হ্যারি কেন।

Advertisement

৩০ বছরের হ্যারি কেন ২০০৯ সালে টটেনহ্যামের সিনিয়র দলে যোগ দিয়েছিলেন। গত ১৪ বছর ধরে ইংল্যান্ডের ক্লাবে রয়েছেন তিনি। মাঝে লেটন ওরিয়েন্ট (২০১১), মিলওয়াল (২০১২), নরউইক সিটি (২০১২-১৩) এবং লেস্টার সিটিতে (২০১৩) লোনে খেলতে গিয়েছিলেন। ইংল্যান্ডের হয়ে হ্যারি কেনের অভিষেক হয়েছিল ২০১৫ সালে। ৮৪টি ম্যাচ খেলেছেন তিনি দেশের জার্সিতে। কাতার বিশ্বকাপে দলকে নেতৃত্বও দিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement