Sergio Aguero

Sergio Aguero: খেলতে খেলতে বুকে ব্যথা, মাঠে শুয়ে পড়লেন আগুয়েরো, নিয়ে যাওয়া হল হাসপাতালে

আলাভেসের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই অস্বস্তিতে দেখাচ্ছিল আর্জেন্টাইন তারকাকে। বেঞ্চের দিকে তাকিয়ে তিনি ইশারায় জানান তাঁকে তুলে নিতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৫:৪৩
Share:

মাঠ ছাড়ছেন আগুয়েরো ছবি: রয়টার্স।

লা লিগায় ফিরে এল ক্রিশ্চিয়ান এরিকসনের স্মৃতি। খেলতে খেলতে বুকে ব্যথা হওয়ায় মাঠে শুয়ে পড়েন বার্সেলোনার স্ট্রাইকার সের্খিও আগুয়েরো। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত সেখানেই তিনি রয়েছেন বলে খবর। যদিও তাঁর শারীরিক অবস্থা কেমন সে বিষয়ে হাসপাতাল বা ক্লাবের তরফে কিছু জানানো হয়নি।

Advertisement

বার্সার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রথমার্ধের বেশির ভাগ সময়ে বুকে ব্যথা নিয়ে খেলছিলেন আগুয়েরো। তাই প্রথমার্ধের শেষে তাঁর বদলে ফিলিপে কুটিনহোকে নামানো হয়। শারীরিক পরীক্ষার জন্য আগুয়েরোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

শনিবার লা লিগায় আলাভেসের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই অস্বস্তিতে দেখাচ্ছিল আর্জেন্টাইন তারকাকে। ম্যাচ চলাকালীন বেঞ্চের দিকে তাকিয়ে তিনি ইশারায় জানান তাঁকে তুলে নিতে। তার কিছু ক্ষণ পরেই বুকে হাত দিয়ে মাঠে শুয়ে পড়েন আগুয়েরো। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা মাঠে তাঁর প্রাথমিক চিকিৎসা করেন। পরে হেঁটে অ্যাম্বুল্যান্সে ওঠেন আগুয়েরো।

Advertisement

চলতি বছর ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে খেলা চলাকালীন মাঠে অসুস্থ হয়ে পড়েন ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন। মাঠের মধ্যে বেশ কিছু ক্ষণ চিকিৎসার পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হৃদরোগে আক্রান্ত হওয়া এরিকসন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও ফুটবল মাঠে হয়তো তাঁকে আর দেখা যাবে না। যদিও আগুয়েরোর ক্ষেত্রে বিষয়টি গুরুতর নয় বলেই ক্লাব সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement