Zeenat Aman

বাড়িতে কেউ নেই, রাতে শোয়ার আগে ভয়াবহ অভিজ্ঞতা! মৃত্যুর মুখ থেকে ফিরলেন জ়িনত আমন

শ্বাস নিতে পারছিলেন না, দম বন্ধ হয়ে আসছিল। অবশেষে কোনও মতে সেই পরিস্থিতি থেকে তাঁকে তাঁর পুত্র উদ্ধার করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১২:৪১
Share:

মৃত্যুর মুখ থেকে ফিরলেন জ়িনত আমন। ছবি: সংগৃহীত।

প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন জ়িনত আমন। সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন বর্ষীয়ান অভিনেত্রী। সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন সে কথা।

Advertisement

সোমবারের ঘটনা। প্রতি দিনের মতো ওষুধ খেতে গিয়েছিলেন জ়িনত। তখনই একটি ওষুধ তাঁর গলায় আটকে যায়। শ্বাসনালিতে ওষুধটি চলে যাওয়ায় দম বন্ধ হয়ে আসছিল। অবশেষে কোনও মতে সেই পরিস্থিতি থেকে তাঁকে তাঁর পুত্র উদ্ধার করেন।

৭৩ বছরের অভিনেত্রী মঙ্গলবার একটি পোস্ট করে জানান, ঠিক কী ঘটেছিল। সোমবার সব কাজ সেরে বাড়ি ফিরেছিলেন তিনি। পোষ্যদের সঙ্গে সময় কাটিয়ে ঘুমোতে যাওয়ার ঠিক আগে রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ খেতে যান। জ়িনত লিখেছেন, “আমি ওষুধটা মুখে দিয়েই একটু জল খাই। সঙ্গে সঙ্গে মনে হয়, দম আটকে আসছে। গলায় আটকে গিয়েছিল ওষুধ। এমন ভাবে ওষুধটা আটকে গিয়েছিল, আমি গিলতেও পারছিলাম না, আবার উগরে দিতেও পারছিলাম না। কষ্ট করে শ্বাস নিতে হচ্ছিল। অনবরত জল পান করতে থাকি। গ্লাস খালি হয়ে যায়। কিন্তু ওষুধটা গলাতেই আটকে ছিল।”

Advertisement

বর্ষীয়ান অভিনেত্রী আরও লেখেন, “তখন বাড়িতে আমার সঙ্গে কেউ ছিল না। শুধু একটি পোষ্য কুকুর ও পাঁচটি বেড়াল ছিল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। চিকিৎসকের ফোন ব্যস্ত ছিল।”

অবশেষে আসেন জ়িনতের পুত্র জ়হান। চিকিৎসককেও ফোনে যোগাযোগ করতে সফল হন তাঁরা। কিন্তু তত ক্ষণে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। গলার মধ্যেই ওষুধটা গলে গিয়েছে। তার পরেও কয়েক ঘণ্টা অনবরত জল পান করেন জ়িনত আমন।

এই ঘটনা দেখে জ়িনতের উপলব্ধি, এই ধরনের ঘটনায় যেন সকলেই ধৈর্য ধরেন। না হলে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement