গোলদাতা নুনেজ়কে (মাঝে) ঘিরে উল্লাস লিভারপুলের দুই ফুটবলার রবার্টসন (বাঁ দিকে) ও সালাহের। ছবি: রয়টার্স।
লিভারপুল আরও এক বার দেখাল, কেন এ বার প্রিমিয়ার লিগ জেতার সেরা দাবিদার তারা। ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল তারা। লিভারপুল জিতলেও এগিয়ে থেকেও ড্র করল আর্সেনাল। অন্য দিকে লা লিগায় আতলেতিকো মাদ্রিদ হেরে যাওয়ায় বার্সেলানোর কাছে সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। কিন্তু তারাও নিজেদের ম্যাচ ড্র করল।
ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ৯০ মিনিট পর্যন্ত গোল করতে পারেনি লিভারপুল। দেখে মনে হচ্ছিল, ড্র করবে তারা। কিন্তু সংযুক্তি সময়ে জোড়া গোল করলেন লিভারপুলের ডারউইন নুনেজ়। তার ফলে ১ পয়েন্টের বদলে ৩ পয়েন্ট ঘরে তুলল ইংল্যান্ডের ক্লাব।
আর্সেনালের ম্যাচে দেখা গেল উল্টো ছবি। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ৩৫ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেলি ও ৫৫ মিনিটে কাই হাভের্ৎজ় আর্সেনালের হয়ে গোল করেন। ম্যাচের দখলও তাদের হাতেই ছিল। কিন্তু ভিলার আট মিনিটের ঝড়ে পয়েন্ট হাতছাড়া করল আর্সেনাল। ৬০ মিনিটের মাথায় ইউরি টিয়েলেম্যান ও ৬৮ মিনিটে ওলি ওয়াটকিন্স গোল করেন। তার পরে আর গোল করতে পারেনি আর্সেনাল। ২-২ গোলে ড্র হয় খেলা।
প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে আর্সেনালের পয়েন্ট ৪৪। তিন নম্বরে রয়েছে নটিংহ্যাম ফরেস্ট। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪১। অর্থাৎ, তারা পরের ম্যাচ জিতলে আর্সেনালকে ছুঁয়ে ফেলবে।
লা লিগায় লেগানেসের কাছে ০-১ গোলে হেরেছে আতলেতিকো। ফলে বার্সা যদি গেটাফেকে হারাতে পারত তা হলে ব্যবধান কমাতে পারত তারা। কিন্তু তা হয়নি। জুলস কুন্ডে বার্সাকে এগিয়ে দিলেও মাউরো আরামবারির গোলে সমতা ফেরায় গেটাফে। ফলে পয়েন্ট নষ্ট করে কাতালান ক্লাব। লা লিগার শীর্ষে এখনও রয়েছে আতলেতিকো। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। সম সংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৯ ম্যাচে ৪৩। অর্থাৎ, রবিবার লা পামাসকে হারাতে পারলেই লা লিগার শীর্ষে উঠে যাবেন কিলিয়ান এমবাপেরা।