Rajasthan Crime

মহিলার গায়ে অ্যাসিড ছুড়লেন, তার পর হাত বেঁধে রেখে পালালেন প্রাক্তন স্বামী!

২০০৬ সালে বিয়ে হয় অভিযুক্ত এবং আক্রান্ত মহিলার। তবে বছর দুই আগে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। কী নিয়ে ঝামেলা, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৭:০৫
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

ঘরের মধ্যে প্রাক্তন স্ত্রীকে বেঁধে রাখলেন এক ব্যক্তি। শুধু তা-ই নয়, তাঁর বিরুদ্ধে অ্যাসিড ছোড়ারও অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটার মহাবীর নগরে। সেখানকার পুলিশের স্টেশন হাউস অফিসার মহেন্দ্র মারু বলেন, ‘‘আক্রান্ত মহিলা পেশায় এক জন শিক্ষিকা। শুক্রবার কোটায় শিক্ষকদের এক সম্মেলনে যোগ দিতে এসেছিলেন। সেখানেই তাঁর প্রাক্তন স্বামীর বাড়ি। সম্মেলন শেষে অসুস্থ প্রাক্তন শ্বশুরকে দেখতে যান তিনি। সেখানেই তাঁর উপর আক্রমণ করেন প্রাক্তন স্বামী।’’

২০০৬ সালে বিয়ে হয় অভিযুক্ত এবং আক্রান্ত মহিলার। তবে বছর দুই আগে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। তার পর থেকে আলাদা থাকা শুরু করেন। মহেন্দ্রর অভিযোগ, অভিযুক্ত প্রথমে তাঁর প্রাক্তন স্ত্রীর হাত-পা বাঁধেন। তার পর তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়েন। যন্ত্রণায় যখন ওই মহিলা চিৎকার শুরু করেন তখনই বাড়ি ছেড়ে পালান অভিযুক্ত। বাইরে থেকে দরজা বন্ধ করে দেন তিনি। প্রায় এক ঘণ্টা হাত-পা বাঁধা অবস্থায় পড়েছিলেন ওই মহিলা। পরে অনেক কষ্টে হাতের বাঁধন খুলে লোকদের ডাকেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

চিকিৎসকেরা জানিয়েছেন, ওই মহিলার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছে। বুক এবং পেট ক্ষতের পরিমাণ বেশি। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। দল গঠন করে বিভিন্ন জেলায় খোঁজ চালানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement