ATK Mohun Bagan

Kolkata Derby: তৃতীয় গোলের পর উৎসবে ব্যস্ত রয় কৃষ্ণরা, শামিল হলেন না শুধু শুভাশিস, কেন

শনিবার ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে উড়িয়ে দেয় মোহনবাগান। গোল করেন রয় কৃষ্ণ, মনবীর সিংহ এবং কোলাসো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৬:৩৭
Share:

কী করলেন শুভাশিস? —ফাইল চিত্র

২৩ মিনিটে তৃতীয় গোল করে এসসি ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছিলেন লিস্টন কোলাসো। সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠেছিলেন রয় কৃষ্ণরা। কোলাসোকে জড়িয়ে ধরে উৎসবে মেতে ওঠেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা। একজন ছিলেন না সেই উৎসবে। শুভাশিস বসু। দল যখন উৎসবে মেতেছে, শুভাশিস তখন দৌড়ে গেলেন অরিন্দম ভট্টাচার্যের দিকে।

গত বছর মোহনবাগান দলে ছিলেন অরিন্দম। এ বছর ইস্টবেঙ্গলের অধিনায়ক তিনি। ২৩ মিনিটের মধ্যে তিনটি গোল খায় ইস্টবেঙ্গল। কোলাসোকে আটকানোর জন্য গোল ছেড়ে এগিয়ে গিয়েছিলেন অরিন্দম। সেই সময় চোট পান তিনি। সেই জন্যই তাঁর কাছে ছুটে যান শুভাশিস। পুরনো সতীর্থর পাশে দাঁড়াতে যান তিনি। সেই ঘটনাই মন কেড়েছে সমর্থকদের।

Advertisement

শনিবার ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে উড়িয়ে দেয় মোহনবাগান। গোল করেন রয় কৃষ্ণ, মনবীর সিংহ এবং কোলাসো। টানা তিনটি ডার্বি জিতল সবুজ-মেরুন। আইএসএল-এ ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট তুলে নিল তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement