অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলের পরে সতীর্থদের সঙ্গে উল্লাস লিয়োনেল মেসির। ছবি: রয়টার্স
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে মাত্র ৮০ সেকেন্ডেই গোল করলেন লিয়োনেল মেসি। নিজের কেরিয়ারের দ্রুততম গোল করলেন আর্জেন্টিনার অধিনায়ক। নজির থেকে মাত্র এক কদম দূরে রয়েছেন মেসি। একটি ফুটবল ম্যাচ ৯০ মিনিটের হয়। ২ থেকে ৯০ পর্যন্ত প্রতিটি মিনিটে গোল রয়েছে মেসির। একমাত্র প্রথম মিনিটেই কোনও গোল এখনও পর্যন্ত করতে পারেননি তিনি। সেটি করলেই নজির গড়বেন লিয়ো।
চিনের বেজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে বল পান এঞ্জো ফের্নান্দেস। তিনি বক্সের বাইরে থাকা মেসিকে বল দেন। বল ধরে দুই প্রতিপক্ষ ফুটবলারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে বল জালে জড়িয়ে দেন মেসি। ঘড়িতে তখন সময় দেখাচ্ছে ১ মিনিট ২০ সেকেন্ড।
মেসি গোল করতেই গোটা স্টেডিয়ামে উল্লাস শুরু হয়। সতীর্থেরা গিয়ে জড়িয়ে ধরেন তাঁকে। কেরিয়ারে এই প্রথম এত কম সময়ে গোল করলেন লিয়ো। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে মোট ১০২৮টি ম্যাচে ৮০৭টি গোল করেছেন মেসি। তাঁর অ্যাসিস্টের সংখ্যা ৩৩৮টি। অর্থাৎ, সব মিলিয়ে ১১৪৫টি গোলের পিছনে অবদান রয়েছে লিয়োর।
গত বছরই দেশের জার্সিতে ফুটবল বিশ্বকাপ জিতেছেন মেসি। তাঁর নেতৃত্বে ৩৬ বছরের ট্রফি খরা কাটিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে মেসি বলেছিলেন, এ বারই শেষ বার বিশ্ব ফুটবলের মঞ্চে নামছেন তিনি। যদিও বিশ্বকাপ জিতে মেসি বলেন, এখনও অবসর নিচ্ছেন না। বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে আরও কিছু দিন খেলতে চান তিনি।