—প্রতীকী চিত্র।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে দু’টি ম্যাচের জন্য ভারতীয় দলে শুভাশিস বসু ছাড়া আর কোনও বঙ্গ ফুটবলার নেই! বাদ পড়ছেন প্রীতম কোটাল। শুক্রবার সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার আগে ২৫ সদস্যের দল ঘোষণা করেন কোচ ইগর স্তিমাচ।
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ ২১ মার্চ, বৃহস্পতিবার। গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচে সুনীল ছেত্রীরা খেলবেন ২৬ মার্চ। বৃহস্পতিবার আইএসএলে এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি-র ম্যাচ থাকায় এই দুই দলের ফুটবলারদের সৌদি আরব পৌঁছনোর কথা শনিবার। জাতীয় দলে মোহনবাগানের আট এবং ইস্টবেঙ্গলের এক ফুটবলার রয়েছেন। চোটের কারণে বাদ পড়েছেন সন্দেশ জিঙ্ঘন ও লাল চুংনুঙ্গা।
৩৫ জনের প্রাথমিক দল থেকে ইগর বাদ দিয়েছেন পূর্বা লাচেনপা, প্রীতম কোটাল, নরিন্দর গহলৌত, রোশন সিংহ, লালথাথাঙ্গা খলরিঙ, ঈশান পণ্ডিতা, রাহুল কে পি, নন্দ কুমার ও ইসাক ভানলালরুয়াতফেলা-কে। প্রথমবার ডাক পেলেন অময় রানাওয়াড়ে, জয় গুপ্ত ও ইমরান খান।
ভারতীয় দল: অমরিন্দর সিংহ, গুরপ্রীত সিংহ সাঁধু, বিশাল কেইথ (গোলরক্ষক)। আকাশ মিশ্র, মেহতাব সিংহ, নিখিল পুজারি, রাহুল ভেকে, শুভাশিস বসু, আনোয়ার আলি, অময় রানাওয়াড়ে, জয় গুপ্ত (রক্ষণ)। অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্দেস, দীপক টাংরি, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, মহেশ সিংহ, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিংহ, জিকসন সিংহ, ইমরান খান (মাঝমাঠ)। লালিয়ানজ়ুয়ালা ছাংতে, মনবীর সিংহ, বিক্রম প্রতাপ সিংহ, সুনীল ছেত্রী (আক্রমণ)।