ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।
স্টেডিয়ামে থাকলেও মাঠে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৯ বছর বয়সেও তাঁর গুরুত্ব কতটা তা টের পেল আল নাসের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল সাদের কাছে ১-২ গোলে হারল তারা। রোনাল্ডো থাকলে হয়তো ছবিটা অন্য হত। গ্যালারিতে বসে দলের পরাজয় দেখলেন রোনাল্ডো।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠার লক্ষ্যে নেমেছিল আল সাদ। আল নাসের আগেই প্লে-অফে চলে যাওয়ায় এই ম্যাচে রোনাল্ডোকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ফলে গ্যালারিতে বসেই খেলা দেখেন তিনি। গোটা ম্যাচে দাপট দেখায় আল নাসের। বলের দখল বেশি ছিল তাদের। গোল লক্ষ্য করে শটও বেশি মারেন সাদিয়ো মানেরা। তার পরেও তাদের হারতে হল। ফুটবলে গোলই যে আসল কথা সেটা আরও এক বার দেখা গেল।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটের মাথায় আল সাদকে এগিয়ে দেন আক্রম আফিফ। নভেম্বর মাসে এশিয়ার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ভোলেননি তিনি। ৮০ মিনিটের মাথায় আল নাসের সমতা ফেরায় রোমান সাইসের আত্মঘাতী গোলে। দেখে মনে হচ্ছিল খেলা ড্র হবে। কিন্তু সংযুক্তি সময়ে পেনাল্টি পায় আল সাদ। অ্যাডাম ওউনাস গোল করতে ভুল করেননি।
২০১১ সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল আল সাদ। এ বারও তারা প্লে-অফে। দু’টি গ্রুপ থেকে আটটি করে মোট ১৬টি দল প্লে-অফ খেলবে। প্রতিটি গ্রুপে ১২টি করে দল রয়েছে। গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে আল সাদ। তার ঠিক উপরেই তৃতীয় স্থানে রোনাল্ডোর আল নাসের।