Indian Football

আরও বিপদে ফুটবল ফেডারেশন, সহকর্মীর বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ মহিলা কর্মীর

মাঠে ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্স গত কয়েক দিনে শিরোনামে এসেছে। এ বার গন্ডগোল মাঠের বাইরেও। ফেডারেশনের এক মহিলা কর্মী শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন এক পুরুষ কর্মীর বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৩:৫১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মাঠে ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্স এমনিতেই গত কয়েক দিনে শিরোনামে এসেছে। এ বার গন্ডগোল মাঠের বাইরেও। কাঠগড়ায় ভারতীয় ফুটবল ফেডারেশন। এক মহিলা কর্মী শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন সংস্থার এক পুরুষ কর্মীর বিরুদ্ধে। আপাতত মৌখিক ভাবে অভিযোগ জানালেও আগামী দিনে লিখিত আকারে অভিযোগ জানাতে পারেন।

Advertisement

ফেডারেশনের এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। গত মঙ্গলবার ফেডারেশনের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (আইসিসি) বৈঠক বসেছিলেন। সেখানেই এই তথ্য প্রকাশ্যে এসেছে। ওই মহিলা কর্মী জানিয়েছেন, ভবিষ্যত পদক্ষেপের আগে তিনি কিছুটা সময় চান।

এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “আপাতত ওই মহিলা কর্মী মৌখিক ভাবে অভিযোগ জানিয়েছেন। লিখিত আকারে কিছু বলেননি। তবে আইসিসি-র কাছে অভিযোগ আসে এবং বৈঠক ডাকা হয়। আগামী দিনে লিখিত আকারে অভিযোগ জানাবেন কি না, তার জন্য ওই কর্মী কিছুটা সময় চেয়েছেন। কী ধরনের শারীরিক হেনস্থার অভিযোগ রয়েছে তা এখনই জানা নেই। কয়েক দিনের মধ্যেই ফেডারেশনের কাছে আইসিসি-র রিপোর্ট জমা পড়বে।”

Advertisement

কর্মস্থলে মহিলাদের শারীরিক হেনস্থা বিরোধী আইনে গত জানুয়ারিতেই ফেডারেশন আইসিসি গঠন করে। তার দু’মাসের মধ্যেই অভিযোগ জমা পড়েছে। সম্প্রতি ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিরও অভিযোগ আনা হয়েছে। সেই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়ে এশীয় ফুটবল সংস্থাও (এএফসি)। এ বার নতুন বিষয় প্রকাশ্যে আসায় আগামী দিনে জল কোন দিকে গড়ায়, তা নিয়েই মুখিয়ে সকলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement