ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম (বাঁ দিকে) এবং হ্যারি কেন। ছবি: রয়টার্স।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের সমর্থক তিনি। প্রিয় ক্লাবের হয়ে বাজি লড়ে গাড়ি হারিয়েছিলেন। সেই গাড়ি ফিরে পেতে এক সমর্থক চাইছেন, ইংল্যান্ড যেন ইউরো কাপ জেতে। তা হলেই নিজের গাড়ি ফেরত পাবেন। ১৪ জুলাই হ্যারি কেনদের হাতে ট্রফি দেখতে চাইছেন ওই সমর্থক।
২৬ বছরের ব্রিট থাকেন ল্যাঙ্কাশায়ারে। ছোটবেলা থেকেই তিনি টটেনহ্যামের সমর্থক। তাঁর গোটা পরিবারও সেই ক্লাবকে সমর্থন করে। প্রিয় ক্লাব একটিও প্রিমিয়ার লিগ জেতেনি। তবু ব্রিটের সমর্থনে কোনও খামতি নেই। গত মরসুমে এক জনের সঙ্গে তিনি বাজি ধরেছিলেন যে, টটেনহ্যাম ইপিএলে প্রথম চারে শেষ করতে না পারলে ওই গাড়ি দিয়ে দেবেন। টটেনহ্যাম পাঁচে শেষ করায় গাড়ি হারাতে হয়েছে। এ বার ব্রিট ফের বাজি লড়েছেন। ইংল্যান্ড ইউরো কাপ জিতলে গাড়ি ফিরে পাবেন তিনি।
ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমে ব্রিট বলেছেন, “একজনের সঙ্গে বাজি লড়েছি নিজের গাড়ি ফিরে পেতে। প্রিমিয়ার লিগ চলার সময় বাজি হেরেছিলাম। এখন আমার ভরসা হ্যারি কেন, জুড বেলিংহ্যামেরাই।” ব্রিটের সেই গাড়ির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ লক্ষ টাকা।
উল্লেখ্য, টটেনহ্যামে দীর্ঘ দিন খেলেছেন হ্যারি কেন। এখন তিনি বায়ার্ন মিউনিখে খেললেও হ্যারির প্রতি সমর্থন আগের মতোই রয়েছে ব্রিটের। তাই গাড়ি ফিরে পেতে ভরসা করছেন প্রিয় খেলোয়াড়ের উপরেই।