শুক্রবার দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে প্রতিযোগিতা। ছ’দিন ধরে মোট ৯ রাউন্ডের প্রতিযোগিতা হবে। বাংলার বিভিন্ন জেলা থেকে ১৮০ জনের বেশি দাবাড়ু অংশ নিতে চলেছেন এই প্রতিযোগিতায়। বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য ২ লক্ষ টাকা। তার মধ্যে প্রথম স্থানাধিকারী পাবেন ৩০ হাজার টাকা।
ক্লাসিক্যাল রেটিং দাবা প্রতিযোগিতা হবে দিব্যেন্দু বড়ুয়ার অ্যাকাডেমিতে ফাইল চিত্র
কোভিডের কারণে দু’বছর বন্ধ থাকার পরে ফের ক্লাসিক্যাল ওপেন ফাইড রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হতে চলেছে বাংলায়। শুক্রবার, ১৩ মে থেকে বাংলার প্রথম তথা ভারতের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার চক্রবেড়িয়ার অ্যাকাডেমিতে শুরু হবে এই প্রতিযোগিতা।
শুক্রবার দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে প্রতিযোগিতা। ছ’দিন ধরে মোট ৯ রাউন্ডের প্রতিযোগিতা হবে। বাংলার বিভিন্ন জেলা থেকে ১৮০ জনের বেশি দাবাড়ু অংশ নিতে চলেছেন এই প্রতিযোগিতায়। বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য ২ লক্ষ টাকা। তার মধ্যে প্রথম স্থানাধিকারী পাবেন ৩০ হাজার টাকা।
শুক্রবার প্রথম রাউন্ডের খেলা হবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রতি দিন দু’টি করে রাউন্ড হবে। একটি রাউন্ড হবে সকাল ১০টায়। পরের রাউন্ড হবে দুপুর সাড়ে ৩টেয়। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টেয় একটিই রাউন্ড হবে। বুধবার নবম রাউন্ডের খেলা দুপুর ২টোয়। তার পরে সন্ধ্যা সাড়ে ৬টায় হবে পুরস্কার বিতরণ।
এই প্রসঙ্গে দিব্যেন্দু আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘কোভিডের কারণে দু’বছর ক্লাসিক্যাল ওপেন প্রতিযোগিতা হয়নি। দু’বছর পরে প্রথম বার ছ’দিন ধরে এই প্রতিযোগিতা হতে চলেছে। ১৮০ জনের বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে। প্রতিযোগিতার সাফল্য নিয়ে আশাবাদী। এখান থেকে অনেক দাবাড়ু আগামী দিনে জাতীয় স্তরে বাংলার মুখ উজ্জ্বল করবে।’’