IPL 2022

IPL 2022: চহালের বল উইকেটে লাগলেও আউট হলেন না ওয়ার্নার! প্রযুক্তি নিয়ে প্রশ্ন মঞ্জরেকরের

ওয়ার্নার যখন ব্যাট করছিলেন তখন চহালের একটি বল তাঁর ব্যাটের পাশ দিয়ে গিয়ে লাগে লেগ স্টাম্পে। আলো জ্বলে ওঠে। কিন্তু বেল পড়েনি। ফলে আম্পায়ার আউট দেননি। শেষ পর্যন্ত অর্ধশতরান করেন ওয়ার্নার। আট উইকেটে ম্যাচ জেতে দিল্লি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মে ২০২২ ২১:০৮
Share:

চহালের বল উইকেটে লাগলেও আউট হননি দিল্লির ওপেনার ডেভিড ওয়ার্নার। এ ছবি: আইপিএল

উইকেটে বল লাগার পরেও বেল না পড়ায় ব্যাটার আউট হয়নি। এই ঘটনা ক্রিকেটে বেশ কয়েক বার ঘটেছে। ফের একই ঘটনা দেখা গেল আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে। রাজস্থানের স্পিনার যুজবেন্দ্র চহালের বল উইকেটে লাগলেও আউট হননি দিল্লির ওপেনার ডেভিড ওয়ার্নার। এই ঘটনার পরে ফের ক্রিকেটের প্রযুক্তি নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।

ওয়ার্নার যখন ব্যাট করছিলেন তখন চহালের একটি বল তাঁর ব্যাটের পাশ দিয়ে গিয়ে লাগে লেগ স্টাম্পে। আলো জ্বলে ওঠে। কিন্তু বেল পড়েনি। ফলে আম্পায়ার আউট দেননি। শেষ পর্যন্ত অর্ধশতরান করেন ওয়ার্নার। আট উইকেটে ম্যাচ জেতে দিল্লি। এই ঘটনার প্রসঙ্গে মঞ্জরেকর বলেন, ‘‘চহালের উইকেট প্রাপ্য ছিল। কিন্তু তার পরেও ও উইকেট পেল না। এটা প্রযুক্তির দুর্বলতা। যদি উইকেটে সেন্সর লাগানো থাকে তা হলে তার পরে বেলের কী দরকার। বেল না রাখলেই ভাল হয়।’’

Advertisement

আগে যে কারণে উইকেটের উপর বেল থাকত সেই সমস্যা এখন নেই। তার পরেও কেন বেল রাখা হচ্ছে তা নিয়ে প্রশ্ন করেন মঞ্জরেকর। তিনি বলেন, ‘‘আগে উইকেটে বল লেগেছে কি না তা বোঝা যেত বেল পড়লে। এখন সেই সমস্যা নেই। উইকেটে বল লাগলেই আলো জ্বলে। তার পরেও বেল না পড়লে আম্পায়ার আউট দেন না। এলইডি বেলের ওজন বেশি হয় বলে অনেক সময় তা উইকেটে আটকে থাকে। কিন্তু এই নিয়মের ফলে বোলার উইকেট পায় না।’’

রানআউট বা স্টাম্পের ক্ষেত্রেও বেল থাকায় সমস্যা হয় বলে জানিয়েছেন মঞ্জরেকর। তিনি বলেন, ‘‘স্টাম্প বা রানআউট করার ক্ষেত্রে আলো জ্বলার পরে দেখা হয় বেল উইকেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে কি না। সেটার ফলে সিদ্ধান্ত নিতেও অনেক সমস্যা হয়। আগেও এই বিষয়ে অনেকে অভিযোগ করেছে। তার পরেও নিয়ম বদলায়নি আইসিসি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement