রক্ষাকর্তা: একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে গোয়ার পতন রোধ করলেন ধীরজ। শনিবার ফতোরদায়। ছবি: এফসি গোয়া
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ
আল ওয়াহাদা ০ এফসি গোয়া ০
অনবদ্য ধীরজ সিংহ। দুরন্ত এফসি গোয়া। শনিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচেও অপরাজিত থাকলেন ঈশান পণ্ডিতরা।
এই ম্যাচের আগে আল ওয়াহাদার কোচ হেঙ্ক টেনের প্রধান চিন্তা ছিল গোয়ার ডিফেন্ডারদের নিয়ে। কী ভাবে বিপক্ষের রক্ষণ ভেঙে গোলের দরজা খুলতে হবে, সেই রণনীতি তৈরিতেই ব্যস্ত ছিলেন বার্সেলোনায় ফ্র্যাঙ্ক রাইকার্ডের প্রাক্তন সহকারী। হেঙ্ক ভাবতেও পারেননি শনিবার শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে চমকে দেবেন এদু বেদিয়া, গ্লেন মার্টিন্সরা।
ম্যাচের দু’মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল গোয়া। হর্ঘে ওর্তিসের ক্রস থেকে নেওয়া ঈশান পণ্ডিতের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ধাক্কা সামলে দ্রুত ঘুরে দাঁড়ায় আল ওয়াহাদা। যদিও চার মিনিটে খলিল ইব্রাহিমের শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়। ২৩ মিনিটে ফারেস জুমার হেড বাঁচান ধীরজ। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে ফের গোয়ার পতন রোধ করেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতীয় দলের শেষ প্রহরী। বক্সের বাইরে থেকে নেওয়া টিম মাতাউসের শট অবিশ্বাস্য দক্ষতায় বাঁচান ধীরজ। পুরো ম্যাচে একাধিক নিশ্চিত গোল বাঁচিয়েছেন তিনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আল রায়ানের বিরুদ্ধেও অসাধারণ খেলেছিলেন তিনি।
আক্রমণের ঝাঁঝ বাড়াতে ৫৪ মিনিটে ঈশানকে তুলে দেবেন্দ্র মুরগাওকারকে নামান গোয়া কোচ খুয়ান ফেরান্দো। দু’মিনিটের মধ্যেই ব্রেন্ডন ফার্নান্দেসের শট পোস্টে ধাক্কা লেগে ফেরে। ফিরতি বলে নেওয়া গ্লেন মার্টিন্সের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। গোয়ার আক্রমণের ঝড় সামলে ৬০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির ক্লাব। এ বারও কাঁটা সেই ধীরজ। পেনাল্টি বক্সের মধ্যে থেকে নেওয়া ওমর খরবিনের হেড বাঁচান গোয়া গোলরক্ষক।
পরিস্থিতি সামলাতে ৬৫ মিনিটে রোমারিয়ো জেসুরাজকে তুলে স্যাভিয়র গামাকে নামান খুয়ান। ৭৩ মিনিটে দেবেন্দ্রর শট বাঁচান গোলরক্ষক মহম্মদ আল সামসি। ৮১ মিনিটে ওর্তিসের শটও বাঁচান তিনি। এর পরেই গোল করার জন্য মরিয়া হয়ে ওঠেন আল ওয়াহাদার ফুটবলারেরা। সংযুক্ত সময়ে ওমরের হেড অবিশ্বাস্য দক্ষতায় বাঁচান ধীরজ।
শনিবার ড্রয়ের ফলে দুই ম্যাচে দুই পয়েন্ট গোয়ার। আগামী মঙ্গলবার ধীরজদের প্রতিপক্ষ ইরানের পার্সিপোলিস এফসি।
এফসি গোয়া: ধীরজ সিংহ, স্যানসন পেরেরা (আদিল খান), ইভান গঞ্জালেজ়, জেমস ডোনাচি, সেরিটন ফার্নান্দেস, হর্ঘে ওর্তিস, ব্রেন্ডন ফার্নান্দেস, রোমারিয়ো জেসুরাজ (স্যাভিয়র গামা), এদু বেদিয়া, গ্লেন মার্টিন্স ও ঈশান পণ্ডিতা (দেবেন্দ্র মুরগাওকর)।