অপ্রতিরোধ্য: সেভিয়ার বিরুদ্ধেও গোল করলেন মেসি। টুইটার
লা লিগা
সেভিয়া ০ বার্সেলোনা ২
ইপিএল
ম্যান সিটি ২ ওয়েস্ট হ্যাম ১
ওসুমানে দেম্বেলে-লিয়োনেল মেসি যুগলবন্দিতে লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার আশা বাঁচিয়ে রাখল বার্সেলোনা। শনিবার সেভিয়ার বিরুদ্ধে ২৯ মিনিটে গোল করেন দেম্বেলে। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোল করেন মেসি। এই জয়ের ফলে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। দু’ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে আতলেতিকো দে মাদ্রিদ।
অপ্রতিরোধ্য ম্যাঞ্চেস্টার সিটিও। শনিবার ওয়েস্ট হ্যামকেও তারা হারিয়ে দিল। সব টুর্নামেন্ট ধরে টানা ২০ ম্যাচে জিতল পেপ গুয়ার্দিওলার ক্লাব। সেই সঙ্গে খেতাবের আরও কাছে পৌঁছে গেলেন কেভিন দ্য ব্রুইনরা। ম্যান সিটির পয়েন্ট দাঁড়াল ২৬ ম্যাচে ৬২। অর্থাৎ পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের থেকে তারা ১৩ পয়েন্ট এগিয়ে থাকল।
ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ম্যান সিটি জিতল ২-১ গোলে। সের্খিয়ো আগুয়েরো, রিয়াদ মাহরেজ, গ্যাব্রিয়েল জেসুসের মতো ফরোয়ার্ডরা থাকলেও গুয়ার্দিওলার দলের দু’টি গোলই করলেন দুই ডিফেন্ডার— রুবেন দিয়াস (৩০ মিনিট) ও জন স্টোনস (৬৮ মিনিট)। এ দিন ৪৩ মিনিটে কিন্তু ১-১ করে দিয়েছিলেন ওয়েস্ট হ্যামের মাইকেল অ্যান্টোনিয়ো।