—ফাইল চিত্র
এখনও ভেন্টিলেশনেই আছেন সুরজিৎ সেনগুপ্ত। তবে বুকের এক্স-রে রিপোর্টে মিলল কিছুটা সুস্থতার ইঙ্গিত। ইকোকার্ডিয়োলজি এবং হল্টার মনিটরিং একাধিক বার করা হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞেরাও সুরজিৎকে দেখেছেন।
বুধবারের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ভেন্টিলেশনেই রাখা হয়েছে সুরজিৎকে। ভেন্টিলেশনের সাহায্যে সুরজিতের শরীরে অক্সিজেনের মাত্রা ৯৪ থেকে ৯৫ শতাংশের মধ্যে থাকছে। ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশেষজ্ঞেরা তাঁকে সর্ব ক্ষণ পর্যবেক্ষণে রাখছেন।
গত ২৩ জানুয়ারি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন ফুটবলারকে। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। শনিবার ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। শ্বাসপ্রশ্বাসের সমস্যা ছিল সুরজিতের। চিকিৎসক অজয়কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে তাঁর। একই সঙ্গে তাঁর দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্য চিকিৎসকেরা।