১০ নম্বর জার্সিতে মেসি। ছবি: টুইটার থেকে
লিয়োনেল মেসির গায়ে আবার উঠল ১০ নম্বর জার্সি। প্যারিস যাওয়ার পর প্রথম বার এই জার্সিতে দেখা গেল তাঁকে। পিএসজি-তে ৩০ নম্বর জার্সি পরেন মেসি। কিন্তু কেন হঠাৎ ১০ নম্বর জার্সি পরলেন তিনি?
ফরাসি কাপে প্রথম একাদশের ফুটবলারদের ১ থেকে ১১ নম্বর জার্সি পরেই নামতে হয়। সেই নিয়মে গোলরক্ষকের জার্সি নম্বর ১, রক্ষণভাগের ফুটবলাররা পরেন ২ থেকে ৫ নম্বর জার্সি, মাঝ মাঠের ফুটবলার পরেন ৬ এবং ৮ নম্বর জার্সি। উইঙ্গাররা পরেন ৭ এবং ১১ নম্বর জার্সি। আক্রমণাত্মক মিডফিল্ডার পরেন ১০ নম্বর জার্সি এবং স্ট্রাইকার পরেন ৯ নম্বর জার্সি।
সেই নিয়মেই ১০ নম্বর জার্সি পরেন মেসি। এ দিনের ম্যাচে নেমার খেলেননি। এমবাপে ছিলেন রিজার্ভ বেঞ্চে। পরে মাঠে নামলেও গোল পাননি তিনি। ওজিসি নাইসের বিরুদ্ধে পেনাল্টিতে হেরে যায় পিএসজি। প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় তারা।