স্ত্রী কেটিকে ইউরোয় পাশে পাবেন না হ্যারি কেন। ফাইল ছবি
করোনা-কালে নিয়মের জাঁতাকল। তাই ইউরো কাপ চলার সময় স্ত্রী বা বান্ধবীদের সঙ্গে রাখতে পারবেন না ইংল্যান্ডের ফুটবলাররা। শুধু ইংল্যান্ড নয়, বাকি দলগুলির ক্ষেত্রেও এই বিধিনিষেধ চালু করা হবে বলে মনে করা হচ্ছে। তবে আয়োজক উয়েফার তরফে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।
ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বলেছেন, “ঘরে কারওকে এনে রাখা যাবে না। উয়েফা আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে, জৈব বলয় যতটা সম্ভব সুরক্ষিত রাখতে হবে। ১০০ শতাংশ সুরক্ষা হয়তো কোনওসময়েই থাকবে না। কিন্তু যতটা সম্ভব আমাদের মানতেই হবে।”
সাউথগেটের আশা, দুই ম্যাচের মাঝে লম্বা বিরতি থাকলে সেই সময় বাড়িতে একবার ঘুরে আসতেই পারেন ফুটবলাররা। তবে সেটাও নির্ভর করছে উয়েফার অনুমতির উপরে। সরকারি নির্দেশিকাও এক্ষেত্রে জরুরি। উল্লেখ্য, আগামী ১৩ জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ইউরো কাপের অভিযান শুরু করছে ইংল্যান্ড।