ECB

কোহলী, উইলিয়ামসনদের বিরুদ্ধে নামার আগে অদ্ভুত দুর্ঘটনা রুটদের শিবিরে

ভারতের বিরুদ্ধে সিরিজেও খেলা হবে না চোট পাওয়া ক্রিকেটারের। বছরের শেষে রয়েছে অ্যাশেজও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১৯:৪৭
Share:

বেন ফোকস।

অদ্ভুত ভাবে দুর্ঘটনার কবলে পড়লেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেন ফোকস, যা তাঁকে ছিটকে দিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী দু’টেস্টের সিরিজ থেকে। ছিঁড়েছে তাঁর হ্যামস্ট্রিংও।

Advertisement

ইংল্যান্ডের দ্য ওভালে সারে এবং মিডলসেক্সের কাউন্টি ম্যাচ চলছিল। এমন সময় সারে-র ক্রিকেটার ফোকস ড্রেসিংরুমে মোজা পরে হাঁটতে গিয়ে পা পিছলে পড়ে যান। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাঁর পরীক্ষা করতে শুরু করেন। তবে সম্ভবত খারাপ খবরই অপেক্ষা করছে ফোকসের জন্য। চিকিৎসকরা মনে করছেন, তিন মাসের জন্য ছিটকে যেতে পারেন তিনি। সেটা হলে ভারতের বিরুদ্ধে সিরিজেও খেলা হবে না ফোকসের। বছরের শেষে রয়েছে অ্যাশেজও।

ফোকসের এই দুর্ঘটনা ইংল্যান্ডের পক্ষেও দুঃসংবাদ বয়ে এনেছে। আইপিএল-এ খেলায় দলের দুই প্রধান উইকেটরক্ষক জস বাটলার এবং জনি বেয়ারস্টোকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফোকস চোট পাওয়ায় তড়িঘড়ি ইংল্যান্ড দলে নিয়েছে হাসিব হামিদ এবং স্যাম বিলিংসকে। পরিবর্ত উইকেটরক্ষক হিসেবে রয়েছেন জেমস ব্রেসি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement