শ্রীলঙ্কা

১০ মাস শ্রীলঙ্কায় থেকেও করোনার জন্য রুটদের খেলা দেখতে পেলেন না ইংরেজ সমর্থক

গত বছর মার্চে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড। তখনই দলের খেলা দেখতে এসেছিলেন একনিষ্ঠ অনুরাগী রব।

Advertisement

সংবাদ সংস্থা

গল শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ১৮:২১
Share:

গল ফোর্টে বসে আছেন রব। ছবি টুইটার

প্রিয় দলকে দেখবেন বলে শ্রীলঙ্কাতেই থেকে গিয়েছেন দশ মাস। তা-ও স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারলেন না ইংরেজ সমর্থক রব লিউইস। তবে গল ফোর্টে গিয়ে দেশের সমর্থনে তিনটি পতাকা টাঙিয়ে এসেছেন তিনি।

Advertisement

গত বছর মার্চে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড। তখনই দলের খেলা দেখতে এসেছিলেন একনিষ্ঠ অনুরাগী রব। কিন্তু করোনাভাইরাসের কারণে ইংল্যান্ড ফিরে গেলেও দেশে ফিরতে পারেননি রব। থেকে গিয়েছেন শ্রীলঙ্কাতেই। ওয়েব ডিজাইনার এবং নাইটক্লাবের ডিজে হিসেবে কাজ করেছেন তিনি।

দশ মাস পরে ইংল্যান্ড অসম্পূর্ণ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় ফেরার পরেই প্রিয় দলের খেলা দেখতে মরিয়া হয়ে ওঠেন রব। তবে করোনার কারণে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ। তাই চাইলেও ভেতরে প্রবেশ করে জো রুটদের খেলা দেখতে পারেননি রব।

Advertisement

আরও খবর: চোটের কারণে ঘোষণা করা গেল না ভারতীয় দল, অনিশ্চিত বুমরা

আরও খবর: উডের ১৪৭ কিমির আগুনে ডেলিভারিতে ভেঙে দু’টুকরো ম্যাথুজের ব্যাট

তবে পুলিশ তাঁকে গল ফোর্টে ঢুকে ব্যানার টাঙানোর অনুমতি দিয়েছে। যদিও তাতে খুশি নন তিনি। বলেছেন, “আমি ১০ মাস ধরে এই ম্যাচটা দেখার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু পুলিশ আমাকে তাড়িয়ে দিল।” তবে রব হাল ছাড়ছেন না। জানিয়েছেন, পুলিশ প্রধানের সঙ্গে দেখা করে এই ম্যাচ দেখার ছাড়পত্র আদায় করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement