joe root

খুচরো জয়ের জন্য কোহলীদের বিরুদ্ধে সবুজ উইকেটে না খেলাই ভাল, রুটদের পরামর্শ ভনের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হেরে গিয়ে সিরিজ খুইয়েছে ইংল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ১৯:৫৩
Share:

মাইকেল ভন। ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হেরে গিয়ে সিরিজ খুইয়েছে ইংল্যান্ড। যদিও তাদের হার স্পষ্ট হয়ে গিয়েছিল তৃতীয় দিনের শেষেই। তারপরেই ইংল্যান্ডের কৌশল নিয়ে প্রশ্ন তুললেন মাইকেল ভন। তাঁর মতে, একজন স্পিনার না খেলিয়ে ভুল করেছে জো রুটের দল।

Advertisement

এক সাক্ষাৎকারে ভন বলেছেন, “লর্ডসে বৃষ্টি হয়েছে বলে ওরা ভাগ্যবান ছিল। কিন্তু দু’সপ্তাহের মধ্যে একই ভুল দ্বিতীয় বার মেনে নেওয়া যায় না। ঘূর্ণি উইকেট ছিল। এজবাস্টনের আবহাওয়া গরম ছিল। তাই জো রুটের উচিত ছিল জ্যাক লিচকে দলে রাখা। তাহলে পেসাররাও কিছুটা বিশ্রাম পেত।”

ভনের মতে, ইংল্যান্ডের উচিত ভাল পিচে টেস্ট জেতা। বলেছেন, “দু-একটা খুচরো জয়ের জন্য ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড গ্রিন টপে খেলুক, এটা আমি চাই না। সামনে অ্যাশেজ রয়েছে। কঠিন লড়াই। ওদের দরকার এবার ভাল পিচে খেলা। উইকেট খুবই ভাল ছিল গত দুটি টেস্টে। যে দল ভাল খেলেছে তারাই জিতেছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement