Ross Taylor

বিশ্ব টেস্ট ফাইনালের আগে ভারতকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন এই কিউই ব্যাটসম্যান

প্রধান ক্রিকেটারদের ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জিতেছে নিউজিল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ১৭:২৯
Share:

রস টেলর। ছবি রয়টার্স

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরুর আগে ভারতকে চাপে রাখার কাজ শুরু করে দিলেন রস টেলর। জানালেন, তাঁদের বেঞ্চ অনেক বেশি শক্তিশালী এবং ওই ম্যাচের জন্য দল বাছতে গিয়ে সমস্যায় পড়তে পারেন নির্বাচকরা।

Advertisement

দ্বিতীয় টেস্টে ছ’টি পরিবর্তন এনেছিল নিউজিল্যান্ড। তাতেই ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে তারা ম্যাচ এবং সিরিজ জিতে নিয়েছে। বিশ্ব টেস্ট ফাইনালের আগে যা ভারতের কাছে অশনি সংকেত। তবে জয়ের আগেই টেলর বলেছেন, “এই ম্যাচে আমাদের দাপট দেখানোর পিছনে দায়ী তরুণরাই। চোটের জন্য কিছু পরিবর্তন আমাদের করতেই হয়েছে। ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর জন্য কাউকে দলে আনা হয়েছে। কিন্তু প্রত্যেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ফলে আমাদের হাতে ফাইনালের আগে বিকল্প রয়েছে।”

কেন উইলিয়ামসন চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি। বি জে ওয়াটলিংও তাই। টিম সাউদি এবং কাইল জেমিসনকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তার বদলে আসা উইল ইয়ং, ম্যাট হেনরি এবং আজাজ পটেলরা ভাল খেলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement