Pakistan Cricket

Pakistan Cricket: নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডও নিরাপত্তার কারণে পাকিস্তান সফর নিয়ে বেঁকে বসতে পারে

১৮ বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড। একদিনের সিরিজ শুরু হওয়ার আগেই তা বাতিল হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৩
Share:

ইংল্যান্ড দল টুইটার

বহু দিন পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসতে চলেছিল। সিরিজ শুরু হওয়ার আগেই নিরাপত্তার কারণে নিউজিল্যান্ড খেলতে না চাওয়ায় এবার অনিশ্চিত হয়ে পড়ল ইংল্যান্ড দলের পাকিস্তান সফরও। নিউজিল্যান্ডের পর পাকিস্তানে খেলতে আসার কথা ছিল ইংল্যান্ডের। সেই সফর নিয়েও এবার সংশয়।

Advertisement

১৮ বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড। একদিনের সিরিজ শুরু হওয়ার আগেই তা বাতিল হয়। এই গোটা ঘটনায় কড়া নজর রাখছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ৪৮ ঘন্টার মধ্যে তারা তাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবে বলে জানিয়েছে।

ইংল্যান্ডের ছেলেদের দলের পাশাপাশি মেয়েদের দলেরও পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। ইসিবি-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা নিউজিল্যন্ডের সিদ্ধান্তের কথা জানি। আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা দল গোটা পরিস্থিতি বুঝতে পাকিস্তানে রয়েছে। আমরা তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। ৪৮ ঘন্টার মধ্যে আমরা আমাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেব।’’

Advertisement

অক্টোবরের ১৩ ও ১৪ তারিখে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টি২০ ম্যাচ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের।

২০০৫ সালের পর প্রথম বার ইংরেজদের পাকিস্তানে সফর করার কথা। মহিলা দল এই প্রথম বার পাকিস্তান সফরে যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement