ইস্টবেঙ্গলের ক্যাফেটেরিয়া ফাইল চিত্র
বিদেশের বিভিন্ন ক্লাবের মতো ইস্টবেঙ্গল ক্লাবও কলকাতা শহর জুড়ে তিনটি ক্যাফে খুলতে চলেছে। প্রাথমিক ভাবে নিউটাউন ও সল্টলেকে এই ক্যাফে খোলার কথা ভাবছে লাল-হলুদ ক্লাব।
সূত্রের খবর, ইতিমধ্যে ক্যাফে তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। তবে এখনই গোটা বিষয়টা সামনে আনতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ। তাঁদের দাবি আগে ক্লাবে সংগ্রহশালার কাজ শেষ করতে চান তাঁরা।
ইস্টবেঙ্গল ক্লাবে একটি ক্যাফে আগে থেকেই রয়েছে। তবে নতুন করে ক্যাফে করার চিন্তা ভাবনা কেন করছে ক্লাব? এ নিয়ে প্রশ্ন করাতে ক্লাবের এক কর্তা বলেন, ‘‘ক্লাবের আয়ের ব্যাপারটাও আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আয় বাড়াতে হবে, নয়ত ক্লাব চালানো কঠিন হবে। কত দিন অন্যদের সাহায্য নিয়ে আমরা চালাব। এবার আমাদেরও কিছু করা দরকার, যাতে আর হাত পাততে না হয়।’’
ইস্টবেঙ্গল ক্লাব ফাইল চিত্র