East Bengal

East Bengal: মহম্মদ সালাহদের কোচিং করাতে পারেন ইস্টবেঙ্গলের প্রাক্তন সহকারী কোচ

ভারতের বিভিন্ন ক্লাবে কোচিং করানোর পাশাপাশি মালয়শিয়ার জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ডি কস্তা।

Advertisement

জাগৃক দে

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ০০:৩১
Share:

ফ্রান্সিস্কো ডি কস্তা ফাইল চিত্র

ইস্টবেঙ্গলের প্রাক্তন সহকারী কোচ ফ্রান্সিস্কো ডি কস্তাকে কোচ করতে পারে মিশরের জাতীয় দল। কোয়েস চলে যাওয়ার পর ইস্টবেঙ্গল এই গোয়ান কোচকে সহকারী কোচের দায়িত্ব দেয়। তবে শ্রী সিমেন্ট আসার পর ভারতের প্রাক্তন অধিনায়ক রেনেডি সিংহকে রবি ফাওলারের সহকারী কোচ করে নিয়ে আসে। দল থেকে বাদ পড়তে হয় ডি কস্তাকে।

Advertisement

ভারতের বিভিন্ন ক্লাবে কোচিং করানোর পাশাপাশি মালয়েশিয়ার জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ডি কস্তা।

ভারতের অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের কোচও ছিলেন তিনি। বাংলাদেশে শেখ রাসেল কেসি দলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এই গোয়ানিজ কোচের। এবার হয়ত মহম্মদ সালাহদের দায়িত্ব পেতে চলেছেন তিনি। ডি কস্তা কাজ করবেন পর্তুগিজ কোচ নেলো ভেঙ্গাডা ও কার্লোস কুয়েরেজের সঙ্গে। বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচেও ভারতীয় এই কোচকে দেখা যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement