লাল-হলুদের সহকারী কোচ গার্সিয়া। ফাইল ছবি
এসসি ইস্টবেঙ্গলের সহকারী কোচ হলেন অ্যাঞ্জেল গার্সিয়া। ম্যানুয়েল দিয়াসের অধীনে কাজ করবেন তিনি। এর আগে রিয়াল মাদ্রিদের সহকারী কোচ থাকার সময় ভিসেন্তে দেল বস্ক, রাফা বেনিতেজের মত কোচদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
উয়েফা প্রো লাইসেন্স রয়েছে গার্সিয়ার। পাশাপাশি ক্রীড়া বিজ্ঞান নিয়েও পড়াশুনো করেছেন তিনি। ডেভিড ভিয়া, ডেভিড সিলভাদের কোচিং করানো ছাড়াও জর্জিয়ার জাতীয় দলেও কোচিং করিয়েছেন গার্সিয়া।
ইস্টবেঙ্গলে যোগ দিয়ে গার্সিয়া বলেন, ‘‘এত বড় ক্লাবে যোগ দিতে পেরে খুব ভাল লাগছে। আমি এর আগেও অনেক বড় কোচেদের সঙ্গে কাজ করেছি। আমি জানি দলের মধ্যে কীভাবে জেতার মানসিকতা তৈরি করতে হয়। আমি প্রস্তুত রয়েছি।’’ তুরস্ক, চিন, দুবাই, গ্রিসের বিভিন্ন ক্লাব ও অ্যাকাডেমিতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে দিয়াসের সহকারীর।
গার্সিয়ার সঙ্গে সহকারী হিসেবে থাকছেন রেনেডি সিংহও। গত মরসুমে রবি ফাওলারের সহকারী হিসেবে কাজ করার পর এ মরসুমেও থাকছে ভারতের প্রাক্তন অধিনায়ক।