ফাইল চিত্র।
দল গঠনে সাহায্য চেয়ে চব্বিশ ঘণ্টা আগেই এসসি ইস্টবেঙ্গলের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) ই-মেল করেছিলেন ক্লাবের সচিবকে। অনুরোধ করেছিলেন, তাঁদের বাছাই করা ফুটবলারদের তালিকা পাঠাতে। শুক্রবার বিকেলেই লাল-হলুদ সচিব ফুটবলারদের তালিকা ই-মেল করে দিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বিবাদ ভুলে ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থার কর্তারা আইএসএলে খেলার সিদ্ধান্ত ঘোষণা করেন এবং দ্রুত দল গঠনের প্রক্রিয়াও শুরু করে দেন। সমস্যা হচ্ছে, এই মরসুমের জন্য ফুটবলারদের যে তালিকা টিম ম্যানেজমেন্টকে দিয়েছিলেন কোচ রবি ফাওলার, তাঁদের প্রায় কাউকেই পাওয়া যাবে না।
সমস্যার এখানেই শেষ নয়। ৩১ অগস্ট শেষ হচ্ছে গ্রীষ্মকালীন দল বদল। সে দিনই ফুটবলারদের তালিকা জমা দিতে হবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। এই পরিস্থিতিতে লাল-হলুদ কর্তারা জানান, তাঁরা বেশ কিছু ফুটবলার বেছে রেখেছেন। লগ্নিকারী সংস্থা চাইলে সেই তালিকা টিম ম্যানেজমেন্টকে পাঠিয়ে দেবেন।
ক্লাবের দেওয়া তালিকা থেকে কত জন ফুটবলার নেওয়া হবে? এসসি ইস্টবেঙ্গলের কর্তারা জানালেন, ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টেকনিক্যাল কমিটি। যার শীর্ষে রয়েছেন ফাওলার স্বয়ং। জানা গিয়েছে, লাল-হলুদ কোচকে ইতিমধ্যেই ফুটবলারদের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে ফাওলার এই মুহূর্তে বেশি ব্যস্ত বিদেশি ফুটবলার নির্বাচন নিয়ে।