rishabh pant

IPL 2021: শ্রেয়স সুস্থ হলেও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক সম্ভবত ঋষভই

কাঁধের চোটের জন্য আইপিএল-এর প্রথম পর্বে খেলতে পারেননি শ্রেয়স। এখন সুস্থ হলেও ঋষভই সম্ভবত অধিনায়ক থাকবেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ২০:০৪
Share:

শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ টুইটার

চোট সারিয়ে শ্রেয়স আইয়ার ফিরলেও দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের ব্যাটন হয়ত থাকছে ঋষভ পন্থের হাতেই। কাঁধের চোটের জন্য আইপিএল-এর প্রথম পর্বে খেলতে পারেননি আগের অধিনায়ক শ্রেয়স। সুস্থ হয়ে ইতিমধ্যেই আমিরশাহি উড়ে গিয়েছেন তিনি। কিন্তু ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইপিএল-এর দ্বিতীয় পর্বেও অধিনায়ক থাকতে পারেন ঋষভ

Advertisement

২০১৮ সালে শ্রেয়স দায়িত্ব নেওয়ার পর থেকে ঘুরে দাঁড়িয়েছিল দিল্লি। ২০১৯-এ প্লে অফের যোগ্যতা অর্জন করে তারা। পরের মরসুমে আইপিএল-এর ফাইনালেও উঠেছিল দিল্লি। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারতে হয় তাদের।

দিল্লি ক্যাপিটালসের এক কর্তা বলেন, ‘‘শ্রেয়সের দলে ফেরা নিঃসন্দেহে দারুণ খবর। এতে দলের শক্তি বাড়বে। কিন্তু আমরা ওকে আরও সময় দিতে চাই। তাই এই মরসুমের বাকি ম্যাচগুলোর জন্য ঋষভকেই নেতৃত্বে রাখা হবে।’’

Advertisement

প্রথম পর্বে আটটি ম্যাচের মধ্যে ছ’টি ম্যাচে জিতেছিল দিল্লি ক্যাপিটালস। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকেও হারিয়েছে ঋষভের দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement