জয়ের পর সাক্কারি। ছবি পিটিআই
টানা দু’বার ফরাসি ওপেন জেতার স্বপ্ন পূরণ হল না ইগা শিয়নটেকের। বুধবার কোয়ার্টার ফাইনালে গ্রিসের মারিয়া সাক্কারির কাছে হেরে গেলেন তিনি। সপ্তদশ বাছাই মারিয়া ৬-৪, ৬-৪ গেমে হারান শিয়নটেককে।
২০০৭-এ জাস্টিন এনা আর্দেনের পর দ্বিতীয় মহিলা খেলোয়াড় হিসেবে টানা দু’বার ফরাসি ওপেন জেতার সুযোগ ছিল পোলান্ডের শিয়নটেকের সামনে। তিনি শুধু গত বারের চ্যাম্পিয়নই ছিলেন না, এবার ট্রফি জেতার ব্যাপারে অন্যতম দাবিদার ছিলেন। কারণ মহিলাদের বিভাগে প্রথম ১০ খেলোয়াড়ের মধ্যে টিকে ছিলেন একমাত্র তিনিই। শিয়নটেক বিদায় নেওয়ায় ফরাসি ওপেন ফের নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে।
এবারই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন সাক্কারি। সেখানে তিনি মুখোমুখি হবেন বার্বোরা ক্রেজিকোভার, যিনি অন্য কোয়ার্টারে সপ্তদশী কোকো গফকে হারিয়েছেন ৭-৬ (৮-৬), ৬-৩ গেমে। ম্যাচ জিতে সাক্কারি বলেছেন, “দারুণ অনুভূতি হচ্ছে। সেমিফাইনালে কী পরিকল্পনা নিয়ে নামব তা এখনই বলছি না। আজ শুধু নিজেকে উপভোগ করেছি কোর্টে। জিতব, এই ভাবনা মাথায় আনতে দিইনি।”