steve smith

মানসিক ক্লান্তি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে নাম তুলতে চান কামিন্স, স্মিথ-সহ আইপিএল-এ খেলা ৭ অজি ক্রিকেটার

যাঁরা নাম তুলতে চান তাঁরা প্রত্যেকেই আইপিএল-এ খেলেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুন ২০২১ ১৯:৩৬
Share:

কামিন্স, স্মিথরা খেলতে রাজি নন। ফাইল ছবি

ফের ক্রিকেটে মানসিক ক্লান্তির ছায়া। সেই কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী মাসের সীমিত ওভারের সিরিজ থেকে নাম তুলে নিতে পারেন সাত অস্ট্রেলীয় ক্রিকেটার। স্থানীয় সংবাদমাধ্যমে এমনই খবর।

Advertisement

এই সাত ক্রিকেটার হলেন প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, কেন রিচার্ডসন এবং ঝাই রিচার্ডসন। জুলাই এবং অগস্টে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সে জন্য প্রথমে ২৩ জনের দল ঘোষণা করেছিল তারা। পরে সেই দলে আরও ৬ জনকে যোগ করা হয়। তারপরেই দলের প্রধান ক্রিকেটারদের নাম তুলে নেওয়া নিয়ে জল্পনা বৃদ্ধি পেয়েছে।

প্রত্যেক ক্রিকেটারই গত কয়েকমাসে বিভিন্ন জৈব সুরক্ষা বলয়ে থেকেছেন, যার মধ্যে রয়েছে আইপিএল-ও। কোভিড-আক্রান্ত ড্যানিয়েল সামস পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে আগেই নাম তুলে নিয়েছিলেন। উল্লেখ্য, যাঁরা নাম তুলতে চান তাঁরা প্রত্যেকেই আইপিএল-এ খেলেছেন। আইপিএল স্থগিত হওয়ার পর প্রথমে মলদ্বীপ এবং পরে সিডনিতে নিভৃতবাস কাটিয়ে সম্প্রতি বাড়ি ফিরেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement