ডেল স্টেন।
তাঁর বোলিংয়ের সামনে সমস্যায় পড়েছেন, এমন ব্যাটসম্যানের সংখ্যা কম নয়। সেই ডেল স্টেনের চোখে বিশ্বের সেরা ব্যাটসম্যান কে?
তিনি নিজে যাঁদের বিরুদ্ধে বল করেছেন, তাঁদের মধ্যে থেকে সোমবার সেরা পাঁচ ব্যাটসম্যানকে বেছে নিলেন স্টেন। যে তালিকায় ভারত থেকে রয়েছেন সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়। সোমবার টুইটারে ভক্তদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার। যেখানে এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, আপনি যাঁদের বল করেছেন, তাঁদের মধ্যে থেকে কাকে সেরা বাছবেন? স্টেন এক জনের নাম না করে পাঁচ জনকে বেছে নেন। সেই পাঁচ ব্যাটসম্যান হলেন: রিকি পন্টিং, ক্রিস গেল, কেভিন পিটারসেন, সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়।
ক্রিকেট ভক্তের প্রশ্নের জবাবে স্টেন টুইটারে লেখেন, ‘‘সবাই খুব ভাল ব্যাটসম্যান ছিল। যেমন পন্টিং। আবার সচিন ছিল প্রাচীরের মতো। দ্রাবিড়, গেল, কেপি— সবাই ভাল ছিল।’’
শুধু ব্যাটসম্যানদের নিয়েই নয়, বোলারদের নিয়েও প্রশ্ন করা হয় স্টেনকে। জানতে চাওয়া হয়, আপনার চেয়েও কোন পেসারের বোলিং অ্যাকশন নিখুঁত, তা জানাবেন? জবাবে স্টেন দক্ষিণ আফ্রিকারই কাগিসো রাবাডার নাম করেন। স্টেনের কথায়, ‘‘খুব সহজ এবং মসৃণ অ্যাকশনে যে দারুণ গতিতে বল করা যায়, সেটা রাবাডা দেখিয়ে দিয়েছে।’’ এই তালিকায় খুব কাছাকাছি দু’নম্বরে স্টেন রাখছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সকে।
আরও পড়ুন: ছেলের থেকেও ছ’ বছরের ছোট প্রেমিকের সঙ্গে ডেট করছেন নেমারের মা
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)