সাত নম্বর জার্সিই পরবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র
জল্পনার অবসান। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সাত নম্বর জার্সিই পরবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এডিনসন কাভানি পরবেন ২১ নম্বর জার্সি। টুইট করে জানিয়ে দিল ম্যাঞ্চেস্টার।
রোনাল্ডোকে সই করানোর আগেই কাভানিকে সাত নম্বর জার্সি দিয়েছিল ম্যাঞ্চেস্টার। ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী কোনও ফুটবলারকে একটা জার্সি নম্বরে নথিভুক্ত করলে, সেটা পরেই খেলতে হবে বাকি মরসুম। যদি কোনও ফুটবলার মরসুমের মাঝপথে দল ছেড়ে চলে যায়, তবেই সেই জার্সি পরতে পারবেন অন্য ফুটবলার।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ২১ নম্বর জার্সি পরতেন ড্যানিয়াল জেমস। দলবদলের শেষ দিনে তাঁকে ছেড়ে দেয় ম্যাঞ্চেস্টার। অনেকে অনুমান করেন, রোনাল্ডোকে সাত নম্বর জার্সি দেওয়ার জন্যই জেমসকে ছেড়ে দিল তারা। উরুগুয়ের হয়ে কাভানি ২১ নম্বর জার্সি পরেন। ম্যাঞ্চেস্টারেও তাঁকে সেই নম্বর দেওয়া হল জেমস ছেড়ে যাওয়ার পর। ফাঁকা হয়ে গেল সাত নম্বর জার্সি। তাই ফের সিআর৭ দেখতে কোনও বাধা রইল না ফুটবলবিশ্বর।
ম্যাঞ্চেস্টার জানায়, ওল্ড ট্র্যাফোর্ডে সাত নম্বর জার্সিই পরবেন রোনাল্ডো। পর্তুগিজ তারকা সাত নম্বর পরেই মাঠে নেমেছিলেন প্রথম পর্বে। এ বারেও সেই জার্সিই দেওয়া হল তাঁকে। আমরা জানি ম্যাঞ্চেস্টারে সাত নম্বর জার্সির ইতিহাস রয়েছে। জর্জ বেস্ট, ব্রায়ান রবসন, এরিক কন্টোনা ডেভিড বেকহ্যামরা এই জার্সি পরেছেন। বেকহ্যামের পর রোনাল্ডোই এই জার্সি পরেছিলেন।
এ বার কাভানির থেকে সাত নম্বর পেলেন রোনাল্ডো। সেই জার্সি পরে ১১ সেপ্টেম্বর নিউক্যাসেলের বিরুদ্ধে নামতে দেখা যেতে পারে সিআর৭-কে।