Tokyo Olympics 2020

Tokyo Paralympics: টোকিয়ো প্যারালিম্পিক্সে একাদশতম পদক জয় ভারতের, হাই জাম্পে রুপো পেলেন প্রবীণ

টোকিয়ো প্যারালিম্পিক্সে একাদশতম পদক ভারতের। হাই জাম্পে রুপো জিতলেন প্রবীণ কুমার। ২.০৭ মিটার লাফিয়ে এশিয়ান রেকর্ড গড়লেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ০৮:৪২
Share:

রুপো জিতলেন প্রবীণ কুমার। —ফাইল চিত্র

টোকিয়ো প্যারালিম্পিক্সে একাদশতম পদক ভারতের। হাই জাম্পে রুপো জিতলেন প্রবীণ কুমার। ২.০৭ মিটার লাফিয়ে এশিয়ান রেকর্ড গড়লেন তিনি। ছেলেদের টি৬৪ বিভাগে পদক জিতলেন তিনি।

গ্রেট ব্রিটেনের জোনাথন ব্রুম এডওয়ার্ডের সঙ্গে টাই হয়ে গিয়েছিল প্রবীণের। ১৮ বছরের ভারতীয় হাই জাম্পার টাইব্রেকারে গিয়ে হেরে যান। জোনাথন ২.১০ মিটার লাফিয়ে সোনা জিতে নেন। ব্রোঞ্জ পেয়েছেন পোল্যান্ডের মেসিয়েজ লেপিয়াটো।

Advertisement

২০১৯ সালে প্যারা স্পোর্টসে অংশ নেন প্রবীণ। এই মুহূর্তে বিশ্বের ক্রমতালিকায় তিন নম্বরে তিনি। তবে হাই জাম্প নয়, প্রবীণ খেলাধুলার জগতে আসেন ভলিবল দিয়ে। জাতীয় প্যারা অ্যাথলিট কোচ সত্যপাল সিংহের হাত ধরে হাই জাম্পে আসেন প্রবীণ। তাঁর প্রশিক্ষণেই নিজেকে তৈরি করেন প্যারালিম্পিক্স পদকজয়ী।

এই বছর গ্র্যাঁ প্রিঁ এশিয়ান রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন প্রবীণ। বিশ্ব যুব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement