অস্ত্র: চ্যাম্পিয়ন্স লিগে লিয়ঁর বিরুদ্ধে জুভেন্টাসের ভরসা রোনাল্ডো।
সেরি আ জিতলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের আসল পরীক্ষা চ্যাম্পিয়ন্স লিগে। জুভেন্টাসে মৌরিসিয়ো সারির ভবিষ্যতও ঠিক হবে ইউরোপের সেরা টুর্নামেন্টেই। আপাতত তুরিনের ক্লাবের চ্যালেঞ্জ, নিজেদের মাঠে লিয়ঁকে হারানো। প্রথম লেগে রোনাল্ডোরা ০-১ হেরেছেন। জুভেন্টাসের চাপ মারাত্মক! সাম্পদোরিয়াকে হারিয়ে টানা ন’বার সেরি আ জয়ের পরে টানা দু’টি ম্যাচে হেরে পাওলো দিবালারা খেলতে নামবেন। অবশ্য রোনাল্ডোকে দেখে চাপে আছেন, বোঝার উপায় নেই। বৃহস্পতিবারই তিনি বাচ্চাদের নিয়ে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘ভালবাসার অনুভূতি উপলব্ধি করছি।’’ উদ্বিগ্ন ম্যানেজার সারি যদিও বলেছেন, ‘‘প্যারিস সাঁ জারমাঁর সঙ্গে ফাইনালে লিয়ঁর ফুটবলারদের শারীরিক সক্ষমতা দেখে চমকে গিয়েছি।’’ প্রথম লেগে কেন হেরেছিল জুভেন্টাস? জবাব, ‘‘চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের কিছু সময় ভাল খেললে চলে না।’’ তিনি মজা করে বলেছেন,, ‘‘ক্রিশ্চিয়ানোরা চ্যাম্পিয়ন হলে লোকে মানবে, আমার মতো অপয়াকেও ওরা সেরা কোচ করতে পারে!’’
শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগে: জুভেন্টাস বনাম লিয়ঁ (রাত ১২.৩০, সোনি টেন টু এসডি ও এইচডি চ্যানেলে)।
শনিবার চ্যাম্পিয়ন্স লিগে: বার্সেলোনা বনাম নাপোলি (রাত ১২.৩০, সোনি টেন টু চ্যানেলে), বায়ার্ন বনাম চেলসি (রাত ১২.৩০, সোনি টেন ওয়ান চ্যানেলে)।